নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Someone, who wanted to become so many things, ended being nothing, that raise the question, in innerself, was the goal becomnig \"Nothing\"!

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

গরিবি

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ৯:২১


চিত্রঃ অন্তর্জাল

গরিবি বা ফকিন্নি ও সেল করা যায়,
উহারে এনক্যাশ করা যায়।

সেই এনক্যাশমেন্টটা গরিব নিজেও সেল করতে পারে, আবার তার গরিবানারে অন্য কেউও এনক্যাশ করতে পারে।

দেশের সিংহভাগ এতিমখানা মাদ্রাসা এই পলিসিতে চলে, এটলিস্ট শুরু তো এই খান থেইকা।

আবার গরিব মানেই সৎ, ভালো, পরিশ্রমী, সহজ সরল, নিষ্পাপ, এরকম কিছু গুন অটো যোগ হয়ে যায়, এর ও ভ্যালু আছে, সামাজিক, আর্থিক ও অনার্থিক।

খেয়াল করে দেখবেন, কয়েকদিন পূর্বে গ্রেফতার হওয়া ভিক্ষুক মুরব্বিরে অনেকেই সাপোর্ট করছিল সে গরিব বইলা, যদিও তারা জানত, মুরব্বির কাজটা ফেয়ার না।

অনুন্নত বা গরিব দেশ হিসেবে গ্রিন হাউজ পলিসিতে অর্থসাহায্য পেয়ে থাকে বাংলাদেশ (সিওর না, খানিক মনে পড়ছে)।

বাংলাদেশের মধ্যম আয়ের দেশে উত্তরণ নিয়া ও অনেকের মাঝে হতাশা কাজ করে, কেননা সে জানে, মধ্যম আয়ের দেশে উত্তরণ হলে সে আর তার গরিবিরে বেচতে পারব না।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:২৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


ভালোই তো লিখেন।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৮

মৌন পাঠক বলেছেন: ধন্যবাদ জানবেন, জনাব।

২| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৩২

বাকপ্রবাস বলেছেন: সরকারী জবে অনেকে প্রমোশান পেয়ে খুব একটা খুশি হয়না ওভারটাইম পাবেনা বলে এমনও শুনেছি

০৬ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৫১

মৌন পাঠক বলেছেন: আপনার এই মন্তব্যটা আমার লেখার সাথে কিভাবে রিলেটেড, সেটা ঠিক বুঝলাম না।

৩| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৪

মৌন পাঠক বলেছেন: কিছুই না।

৪| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:০৫

রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?

৫| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:১৯

বিজন রয় বলেছেন: রাজীব নুর বলেছেন: আসলে আপনি কি বুঝাতে চাচ্ছেন?

আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন সেটাই উনি বুঝতে পারছেন না।

হা হা হা হা ...................

গরীবদের নিয়ে ব্যবসা করা বাংলাদেশে অনেক সহজ।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৭

মৌন পাঠক বলেছেন: এইটা সারা বিশ্বেই।

সব ই যদি কইয়া দেই!

আমি যদি না ই বুঝি, এইটা কেমনে লিখলাম?

যদি মন মর্জি ভালো থাকে, এবং আপনাদের লাক ফেভার করে, আর ও কিছু লেখা আসতে পারে...

৬| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৪

বাকপ্রবাস বলেছেন: মধ্যম আয়ের দেশ হলে গরিবী বেঁচতে পারবেনা কথাটা ভেবে লিখেছি, যদিও আপনার লেখার মর্মার্থ ও বিস্তৃতি অনেক ব্যাপক, আশি শুধু একটা লাইনকে ফলো করে কথাটা মনে পড়ল, প্রমোশন সবাই চায়, কিন্তু ক্লারিকেল জব থেকে অফিসার হবার ফলে সুযোগ সুবিধা বাড়লেও ওভার টাইম পাবেনা, যেটা প্রতিমাসে বাড়তি টাকা পেত তায় খুশি হলেও ওভার টাইম পাবেনা তায় মন খারাপ, এদিকে আমরা যদি মধ্যম আয়ের দেশ হই তাহলে বাড়তি খয়রাত আসা বন্ধ হবে ওটা ভেবে কমেন্ট করা

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৩

মৌন পাঠক বলেছেন: ক্লিয়ার করার জন্য ধন্যবাদ।

সরকারি প্রতিষ্ঠানে ৪র্থ গ্রেডে কিছু পোস্ট আছে, এরা শ্রমিক ইউনিয়ন করত।
এরা প্রমোশন নেয় না, নিলে তো আর ইউনিয়ন করতে পারবে না।
এরা সংগঠনের সভাপতি, সাঃ সঃ হয়, আর নিজেদের স্বার্থে অন্যদের ও প্রমোশন আটকায় দেয়।
৪র্থ গ্রেডের অন্যরা প্রমোশন পেলে ভোট দিবে কে!

৭| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩০

বিজন রয় বলেছেন: আমি যদি না ই বুঝি, এইটা কেমনে লিখলাম?........... এইটা রাজীব নূর বোঝে নাই। আপনি বুঝছেন।

আমি বিশ্ব বাদ দিয়ে শুধু আমাদের দেশ নিয়ে বলেছি তার কারণ আছে।

এটা রাজীব নূর ভাল বলতে পারবে।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

মৌন পাঠক বলেছেন: "আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন সেটাই উনি বুঝতে পারছেন না।" এই মন্তব্যটুকুন আসলে আপনার, রাজীব নুরের না।

যাক, পাঠ করার জন্য ধন্যবাদ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৯:১৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: পোষ্টে আরো বিস্তারিত থাকলে হয়তো বুঝতে কষ্ট হতো না। তবে এটুকুতে এই প্রতিয়মান হয়যে, গরিবী একটা ট্রেড মাত্র।

০৬ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৯

মৌন পাঠক বলেছেন: এর থেকে বেশী!

উদাহরন দেয়া যেতে পারত, সেটা করলে আপনাকে ভাবতে হতো না,
খানিক হইলেও ভাবছেন এইটা নিয়া, যেটা বেটার।

বিভিন্ন রেফারেন্স দেয়া যাইত, যেমনঃ মনীষী, বিখ্যাত গ্রন্থ; সেটা লেখার কলেবর বৃদ্ধি করত, বাহুল্য হইতে পারত,
এবং মোস্ট ইম্পর্টেন্টলি, পাঠকের নিকট এর ভ্যালিডিটি বা গ্রহনযোগ্যতা বাড়াইত,
লেখাটা আর ও বেশী পাঠ হইত, লেখক হিসেবে আমার মূল্য বাড়াইত।

পয়েন্ট হচ্ছে, আমার লেখা বা বক্তব্য'র ভ্যালিডিটি যদি অন্যের কাছ থেকে নিতে হয়, এবং
আমার লেখা বা বক্তব্য নিজেই নিজের ভ্যালিডিটি প্রুভ করতে না পারে, সে লেখা ফ্যাক্ট না বা সত্য না।
আমার বক্তব্য যদি সত্য হয়, সেটা কেউ ভ্যালিডেশন না দিলেও সত্য, হাজার লোক ভ্যালিডেশন দিলেও সত্য।

ভাবসম্প্রসারণ করা আমার কাজ না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.