নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মৌন পাঠক

মৌন পাঠক › বিস্তারিত পোস্টঃ

অভিযোগ বা অনুযোগ!

০৮ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৫৭

অভিযোগ বা অনুযোগের বিষয়ে জানিনা।

অন্যায় বা অপরাধের বিষয়ে কিছু বলার আছে:
যারা অন্যায় বা অপরাধের শিকার, তারা যদি যথেষ্ট ক্ষমতাবান হয়, অন্যায়ের প্রতিকার এর জন্য, বা রিভেঞ্জের জন্য তারা অবশ্যই সেটা নেয়।

যদি সে যথেষ্ট ক্ষমতাবান না হয়, বা তার ভেতর প্রতিশোধের স্পৃহা না থাকে, ক্ষমতাবান না হওয়া স্বত্ত্বেও, বা পরিনামের ভয়ে কিছু ই না করে, এককথায় নিজেকে নিরুপায় ভাবে, সেক্ষেত্রে সে দুইটা কাজ করতে পারে:
১) ক্ষমা করে দেয়া, অথবা,
২) আল্লাহর কাছে বিচার দেয়া।

এর কোনোটা ই সে মহানুভবতা থেকে করে না, বরং করে অপারগতা থেকে।

এবং এই অপারগতা খুব বড় কিছুর সৃষ্টির জন্য দায়ী।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:০২

বিজন রয় বলেছেন: সবল আর আর দূর্বলের কনফ্লিক্ট।

০৮ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৮

মৌন পাঠক বলেছেন: তার থেকে ও বেশী কিছু ....

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৫০

রাজীব নুর বলেছেন: অসহায় মানুষের হাতিয়ার হচ্ছে ঈশ্বর। যার কোনো কোনো অস্বিত্ব নেই।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১১:১৫

মৌন পাঠক বলেছেন: সহায়দের হাতিয়ার ঈশ্বর,
অসহায়দের আশ্রয়
সহায়দের বেলায় সে বেশ একটীভ
অসহায়দের বেলায় তারে খুজে পাও্য়া যায় না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.