![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলায় একটা ছড়া পড়েছিলাম, সম্ভবত 'দুই রাজা'। অনেকেরই মনে আছে হয়ত। হোঁদল রাজা এবং বুদ্ধু রাজা, যাদের কাজই হচ্ছে যুদ্ধ-বিবাদ করা। যাই হোক, আসুন ছড়াটা একবার মনে করার চেষ্টা করি -
হোঁদল রাজা বলল ডেকে
বুদ্ধু রাজা আজকে থেকে
করব না আর যুদ্ধবাজি
তুই যদি ভাই থাকিস রাজি।
বুদ্ধু বলে বেশতো হোঁদল
আজ থেকে আর নয়কো কোঁদল
লাভটা কি বল লড়াই করে?
লোক মেরে আর নিজেই মরে?
হোঁদল বলে হ্যা ভাই হ্যা ভাই
সাগর পারে চলনা বেড়াই
বালুর ডিপির ঘর বানাব
দুজনে বেশ বাদাম খাব।
বুদ্ধু বলে বালুর ফাকে
মস্ত যদি কাকড়া থাকে
হঠাত এসে কামড়ে দিলে
তখন যদি গজায় পিলে।
হোঁদল বলে, তারচে ভাই
চলনা বরং যুদ্ধ লাগাই।
ছুটল কামান গোলাগুলি
লাগল ভিশন যুদ্ধ
নিপাত গেল হোঁদল রাজা
নিপাত রাজা বুদ্ধু।
ছড়াটা কার লেখা মনে পড়ছে না; তবে রাজা আর রাজনীতির বর্ণনা তিনি ভালোভাবেই দিয়েছেন। আমাদের দেশে যদিও এখন রাজা নেই, তবে খুবই মহাশক্তিধর দুই রানী আছেন। তারা সর্বদাই যুদ্ধেরত আছেন, তাতে যাই হোক না কেন। তবে আফসোস, হোঁদল রাজা এবং বুদ্ধু রাজা শেষ পর্যন্ত পটল তুললেও আমাদের দুই রানীর যুদ্ধে প্রাণ শুধু উলু-খাগড়ারই যাচ্ছে।
গত রোবরার রাতে গণপিটুনিতে মাত্র (!) ৬-জন ছাত্রের মৃত্যুতে কেউ কেউ বলেছেন গাঁজাখোরদের প্রতি সহানুভুতি নাই! ভাই, গাঁজা খাওয়া অতি সাধারণ অপরাধ মাত্র! তাও তারা দেশের সম্পদ লুন্ঠন করে গাঁজা খেয়েছেন অথবা খেতে চেয়েছেন এমন তথ্য-প্রমান এখন অবধি কেউ হাজির করেননি। কিন্তু আমাদের মহান রানীদ্বয়, জাতীয় রাজপুত্রগণ, এবং পারিষদবর্গ যে শুধু দেশকেই লুন্ঠন করে চেটেপুটে খাচ্ছেন তাই না, আমাদের মত আমজনতাকে গাঁজা-আফিম খাইয়ে নেশায় আচ্ছন্ন করে রেখেছেন এবং প্রয়োজন অনুযায়ী যুপকাষ্ঠে বলি দিচ্ছেন।
সামান্য গাঁজা খাওয়ার অপরাধে আমরা যদি ওই ৬-জনকে কোন সহানুভুতি দেখাতে না পারি এবং পিটিয়ে মেরে ফেলতে পারি, তবে এই রানীদ্বয়, রাজপুত্রগণ, এবং অনান্য রাজন্যবর্গকে কেন সুস্পষ্ট হত্যা, ডাকাতি, এবং লুন্ঠনের অভিযোগে পিটিয়ে মারা হবে না?
কেউ আবার ভেবে বসবেন না যে আমি গাঁজা খাওয়াকে সমর্থন করছি। এই ধরনের মাদকে আসক্তরা পরিবারে যে দুর্ভোগ নিয়ে আসে, তা কেবল ভুক্তভোগীরাই জানেন। তবে দু:খ, আমরা দুধ বেচে গাঁজা খাই, আর বুদ্ধিমান লোকেরা রাজসহায়তায় গাঁজা বেচে দুধ খান এবং সম্পদের পাহাড় গড়েন। সেই সম্পদ পাহারা দিতে তারা পাইক-পেয়াদা রাখেন। কাজেই পাইক-পেয়াদার আর আমাদের পাহারা দেবার সময় হয় না। তাই আমরা নিজেরাই নিজেদের পাহারা দিতে গিয়ে একে অন্যেকে পিটিয়ে মেরে ফেলি!
আমরা নেশাচ্ছন্ন উলু-খাগড়া, আমাদের পিটিয়ে মেরে ফেললেই কি, আর না মারলেই কি? তাছাড়া, নেসাক্তদের দ্বারা কি দেশের উন্নয়ন সম্ভব? কারণ নেশায় আসক্ত হবার কারণে আমাদের বোধও নেই বুদ্ধিও নেইা
কাজেই দুই রানীই ভরসা। জয়তু রানীগণ।
১৯ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০১
আসফি আজাদ বলেছেন: ধন্যবাদ সঠিক নামটি জানানোর জন্য।
তাইতো দেখিরে ভাই। রাণীতে রাণীতে যুদ্ধ হয়, উলু-খাগড়ার প্রাণ যায়!
২| ১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:০০
জিসান শা ইকরাম বলেছেন:
জয়তু রানীগণ ? হা হা হা হা ইহারা কিসের রানী ? ঝগরাইট্টার রানী ?
১৯ শে জুলাই, ২০১১ রাত ৯:১৬
আসফি আজাদ বলেছেন: ছিঃ ছিঃ, ঝগরাইট্টার রানী হইব কেন? তারা আমাগোরের লাইগা গলা ব্যাথা করেন, কিন্তু আমরা বুঝি না!
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০১১ দুপুর ২:৫৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা আমার পঞ্চম শ্রেণীর বইয়ে ছিল। নাম ছিল "রাজায় রাজায়"।
এখন কি তবে রাণীতে রাণীতে ???