নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ধূসর ক্যানভাসে সবুজের গল্প

আসফি আজাদ

আমি খুঁজিতেছি নিজ লোকালয়

আসফি আজাদ › বিস্তারিত পোস্টঃ

ঠিক ১০টি বছর আগে

০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩





সপ্তর্ষির রাতে আকাশে ফুটেছিল দু'টি তারা

স্বাতি এবং অনিরুদ্ধ।

সঙ্গী ছিল চিত্রলেখ, ঊষা এবং আরও অনেকে।

অনিরুদ্ধ ছিল অপেক্ষায়।

ঈষৎ কোমল জ্যোস্নায় ভিজেছিল মেষেরা উত্তর ফাল্গুনীতে।

হাস্নাহেনার গন্ধ সেখানে পৌঁছে থাকবে হয়ত,

তবে তা অতটা জরুরী ছিল না।

সপ্ত মুনির হাতে সপ্ত বর ছিল কিনা, জানা নেই।

তবে, কাজ যা করবার তা চন্দ্রই করেছিল।

জ্যোস্নার মায়াময় পরিবেশে আকর্ষণ অস্বীকার করা সম্ভব ছিল না।

অনিরুদ্ধ ভুল করেনি।

শুক্লতীথিতে জ্যোস্না যখন বাঁধ ভেঙ্গেছিল, মেষেরা তখনও ঘুরে বেড়াতে ব্যস্ত;

ঠিক তখনই অনিরুদ্ধ প্রণয় প্রার্থনা করেছিল স্বাতির।

জ্যোস্নাভেজা আলো-আঁধারিতে তারা ঘর বেধেছিল

ঠিক ১০টি বছর আগে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

ভিয়েনাস বলেছেন: সুন্দর :)

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

আসফি আজাদ বলেছেন: ধন্যবাদ।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২০

আশফাক সুমন বলেছেন: সপ্তর্ষি মণ্ডলের প্রতি আমার আলাদা একধরনের ভালবাসা আছে । যতবার এটার দিকে মনোযোগ দিয়ে তাকাই- চোখে পানি চলে আসে !
আল্লাহর বড়ই সুন্দর সৃষ্টি এটা । সুবহা-ণাল্লাহ

আপনার পাকা হাতের লেখা এই কবিতাটি পড়তে পড়তে ক্যান জানি সপ্তর্ষি মণ্ডলের কথা মনে পর্রে গেল ।

আমার ভাল লেগেছে কবিতা টি।
ধন্যবাদ

২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৭

আসফি আজাদ বলেছেন: রাতের আকাশের সৌন্দর্য সম্পূর্ণ আলাদা, অন্য কিছুর সাথে এর তুলনা হয় না। কবিতা ভালো লেগেছে জেনে আমি আনন্দিত।

হাত পাকাতে চেষ্টা করছি মাত্র। বাকী আল্লাহ্‌র ইচ্ছা।

ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.