![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্যাপ্টেন থমাস প্রিনসেপ (Captain Thomas Prinsep, 1800–30) ছিলেন একজন ইঞ্জিনিয়ার এবং সৌখিন শিল্পী। থমাস প্রিনসেপ -এর তিন পুরুষ ভারতে কাজ করেছেন; তার অন্য পাঁচ ভাইও এখানে কাজ করেছেন। তিনি সুন্দরবন সার্ভের দায়িত্বে ছিলেন; তিনি সার্ভে এরিয়ার আনুপুঙ্খিক কাজ করেন। তার প্রণয়িত ২৪ পরগণার মানচিত্র, হজ (Hodge) প্রণয়িত সুন্দরবনের মানচিত্রের অংশ হিসেবে গৃহীত হয় এবং সুন্দরবনের মানচিত্র ১৮৩১ সালে প্রকাশিত হয়। সুন্দরবনের সীমারেখা ক্যাপ্টেন থমাস প্রিনসেপ -এর নামানুসারে 'The Princeps Line' নামে পরিচিত। ১ম বার্মা যুদ্ধের প্রাক্কালে ১৮২৬ সালে তাকে চট্টগ্রামে বদলি করা হয়। এখানে তিনি তার ভাই উইলিয়ামের সাথে 'Chittagong looking inland' নামক এলবামের কাজ করেন।
৮ ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন ৭ম। ২৩ জানিয়ারী ১৮৩০ সালে মাত্র ২৯ বছর বয়সে তিনি মারা যান। তার অগ্রজ জেমস প্রিনসেপের ‘Asiatic Society of Bengal’ এর গড়ে তোলায় অনেক অবদান আছে।
প্রিনসেপ পরিবারের অবদানের স্বীকৃতি স্বরূপ কলকাতায় ‘প্রিনসেপ ঘাটের’ নামকরণ করা হয়েছে। এছাড়াও সিঙ্গাপুরে তাদের নামে রয়েছে ‘প্রিনসেপ ষ্ট্রীট’।
ক্যাপ্টেন থমাস প্রিনসেপের অঙ্কিত চট্টগ্রামের তিনটি ছবি-
১. টাইটেল: View of Chittagong, showing the Washing Green
সময়কাল: আনুমানিক ১৮২৫
মাধ্যম: জলরং
অ্যালবাম: From an album compiled with his brother William; original sketch book 'Chittagong looking inland'
২. টাইটেল: Moored boats from Arakan or Chittagong
সময়কাল: আনুমানিক ১৮২৮
মাধ্যম: জলরং
অ্যালবাম: From an album compiled with his brother William; original sketch book 'Chittagong looking inland'
৩। টাইটেল: ???
সময়কাল/Date: c.1834
এই ছবিটি http://riyadhsharif.blogspot.com/ থেকে নেওয়া হয়েছে। তবে উল্লেখিত ব্লগটিতে ছবি এবং তার বর্ণনায় অসংগতি আছে। কাজেই নিশ্চিতভাবে উপরের ছবিটি ক্যাপ্টেন থমাস প্রিনসেপের কিনা তা বলা যাচ্ছে না।
ছবি এবং তথ্যসূত্র:
http://en.wikipedia.org/
http://europeana.eu/
http://www.bl.uk/
http://riyadhsharif.blogspot.com/
http://genealogy.links.org/
http://www.stanford.edu/
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
আসফি আজাদ বলেছেন: ধন্যবাদ।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৪
হাছন রাধা করিম বলেছেন: সালাম। আপনার এতো এতো সুন্দর ইনফরমেটিভ লেখাগুলো এতো কম মানুষে পড়েছে দেখে আমার নিজেরই লজ্জা লাগছে। ধীবর ভাইয়ের পোষ্টে আপনার করা মন্তব্যের সুত্র ধরে আপনার ব্লগ বাড়িতে আসলাম এবং অনুসরনে নিলাম। শুভ কামনা সবসময়ের জন্য ভাই।
২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০
আসফি আজাদ বলেছেন: আপনাকেও সালাম। আমি খুবই খুশি যে আমার পোষ্টগুলো আপনার ভালো লেগেছে। আমার মনে হয় বেশির ভাগ ব্লগার নিতান্তই মজা করার জন্য ব্লগে আসেন, কাজেই একটু ভাব-গম্ভীর টাইপের পোষ্টে পাঠক কম (যদি না খুব পরিচিত ব্লগারের পোষ্ট না হয়)।
আমি চেষ্টা করি পোষ্ট গুছিয়ে দেবার জন্য। আপনাদের ভালো লাগলেই কষ্ট সার্থক। আপনি আমাকে অনুসরণে নেওয়ায় আমি রীতিমত সম্মানিত বোধ করছি। এটা আমার দায়িত্বও বাড়িয়ে দিল।
আপনাকে অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২
শায়মা বলেছেন: সুন্দর !!!