নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এখন অনেক বড় , সবারই কথা বুঝতে পারি..।

আশরাফ আহেমদ

ash_adrift

আশরাফ আহেমদ › বিস্তারিত পোস্টঃ

৬ আগস্ট , হিরোশিমা দিবস

০৬ ই আগস্ট, ২০২১ রাত ৩:২৩

৬ আগস্ট , "হিরোশিমা দিবস" । ১৯৪৫ সালের
৬ আগস্ট সকাল বেলা জাপানের হিরোশিমা শহরে আমেরিকান
বিমান বাহিনী "লিটলবয়" নামক একটি পারমাণবিক বোমা ফেলে
। এরই মধ্য দিয়ে সূচিত হয় ইতিহাসের একটি কলঙ্কিত অধ্যায় ।
এর ৩ দিন পর অর্থাৎ ৯ আগস্ট জাপানের আরো একটি শহর
নাগাসাকিতে রাতে ঘুমন্ত মানুষের উপর ফেলা হয় "ফ্যাটম্যান"
নামক আরেকটি পারমানবিক বোমা ।

১৯৪৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে বোমা বিস্ফোরণের ফলে
হিরোশিমাতে প্রায় ১৪০০০০ জন মানুষ মারা যায় এবং
নাগাসাকিতে প্রায় ৭৪০০০ জন মানুষ মারা যায় । পরবর্তীকালে
এই দুই শহরে বোমায় সৃষ্ট পারমাণবিক তেজস্ক্রিয় রোগে আক্রান্ত
হয়ে ২১৪০০০ জন মানুষ মারা যায় । জাপানের অন্যতম একটি
জার্নাল "আসাহি শিমবুন" এর করা হিসেব অনুযায়ী বোমার
তেজস্ক্রিয়তায় সৃষ্ট রোগ সমূহের উপর হাসপাতালের তথ্য গণনা
করে হিরোশিমায় ২৩৭০০০ জন এবং নাগাসাকিতে ১৩৫০০০ জন
মানুষের মৃত্যু ঘটে । জাপানের এই দুই শহরে মৃত্যুবরণকারী
মানুষের মধ্যে বেশিরভাগই ছিল বেসামরিক জনসাধারণ ।

১৯৪৯ সালে হিরোশিমা কে শান্তির শহর হিসেবে ঘোষণা করা হয়
। নির্মাণ করা হয় শান্তি স্মৃতি পার্ক । প্রতিবছর শোক আর
বেদনায় এই দিবসটি স্মরণ করে সমগ্র বিশ্ব , এবং চালানো হয়
যুদ্ধ বিরোধী প্রচারণা । তবে ভয়ের বিষয় এই যে , এখনো
থামছেনা পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতা । বিভিন্ন
গবেষণার তথ্য অনুযায়ী ৯ টি দেশের কাছে রয়েছে অন্তত ৯০০০
পারমানবিক বোমা এবং কঠোর গোপনীয়তা বজায় রেখে সমৃদ্ধ
করা হচ্ছে পারমাণবিক অস্ত্রের ভান্ডার । সেই সাথে চলছে আরও
শক্তিশালী আরো বিধ্বংসী বোমা তৈরীর গবেষণা । যদিও যুদ্ধ
নয় শান্তি প্রচারণা চালাচ্ছে বিশ্বের এসব পারমাণবিক অস্ত্রধারী
ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রনায়করা ।।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪৬

শেরজা তপন বলেছেন: জাপানিজদের ভীষণ কষ্টের দিন!
হিউম্যান স্পেসিসের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক ও ভয়ঙ্কর কান্ড!

২| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪৩

সামিউল ইসলাম বাবু বলেছেন: পৃথিবী ধ্বংসের মহড়া চালানো হয় হিরোসীমাতে।

৩| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:০৩

*কালজয়ী* বলেছেন: পিনপতন নিরবতা!

৪| ০৬ ই আগস্ট, ২০২১ বিকাল ৪:১৩

বারবোসা বলেছেন: আশরাফ ভাই,
বোমা ফেলে কয়েক লক্ষ সিভিলিয়ান মারা সেই আমেরিকা আজকের দুনিয়ার শান্তির বাহক হিসেবে অবতীর্ণ হয়েছে।তারা সারাপৃথিবীতে যুদ্ধ বাধিয়ে এখন পর্যন্ত শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।
আমি মনে করি,বিশ্বের প্রতিটি দেশের পারমাণবিক বোমার মজুত রাখা উচিৎ। এতে করে পারমাণবিক বোমার ব্যবহার আর হবে না আশা করা যায়।

৫| ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

76তম হিরোশিমা দিবসঃ বিশ্ব থেকে নিঃশেষ হোক পরমাণু বোমা, মানুষের জন্য নিরাপদ হোক পৃথিবী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.