নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

তুমি সর্ব সৃষ্টির মূল -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

[২]
তুমি সর্ব সৃষ্টির মূল
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

তুমি সর্ব সৃষ্টির মূল (২)
লা ইলাহা ইল্লাল্লাহু
মোহাম্মদ ইয়া রাসুল- ।।

আউয়াল আখের জাহের বাতেন
চারি যুগে তুমি মূল
মানুষ রূপে এলে ধরায়
ভাংগিতে মানুষের ভুল-।।

বিধির বিধান পাক কোরআন
তোমাতে শানে নজুল
হাদিছ তোমার স্বভাব ধারা
উম্মতের নিদানের কুল- ।।

তুমি তো হায়াতুন নবী
হৃদয়েরই বুলবুল
পাপীর পাপ যায় মুছিয়ে
দেখলে তোমার রূপের ধুল- ।।

পেতে তোমার চরণ ধুলো
খোদার আরশ হয় ব্যাকুল
তুমি মেরাজেতে গেলে পরে
নামাজ ফরজ হয় কবুল- ।।

চন্দ্র সূর্য গ্রহ তারা
তোমার নূরে হয় উজ্জ্বল
তোমার নূরে সৃজন হল
আঠার হাজার কুল- ।।

সৃষ্টির গোড়া ফুলের শহর
তুমি সেই ফুলেরই মূল
তাই ফুলের গন্ধে জগৎ পাগল
জ্বীন ইনসান ফেরেস্তা কুল- ।।

তোমার নামে ভেজে দরুদ
পাক পরোয়ার ফেরেস্তা কুল
তোমার প্রেমে হয় দেওয়ানা
শ্বায়িন কাদির রাহিমুল- ।।

তুমি যেথায় মাওলা সেথায়
তোমাতে প্রকাশ রাব্বুল
দুঃ-জাহানের বাদশা তুমি
পার কর সিরাতের পুল- ।।

বিশ্ব সংসার হল ধন্য
পেয়ে তোমার চরণ ধুল
তুমি নামে রূপে মানুষ বটে
আসলে নূরের পুতুল- ।।

তোমার ভেদ কেউ না জানে
এক জানে আলীমুল
আর এক জানে শেরে খোদা
কিঞ্চিত জানে অলিকুল- ।।

পার কর ভব সিন্ধু
অকুলেতে কর কুল
তোমার দয়ার আশে কাঁন্দে ফরিদ
তুমি বিনে নাহি কুল- ।।

তাং ২৫/৬/৮২ ইং
মনিপুর মিরপুর ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.