নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

বাংলা আউলিয়ার জননী -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৩

[৬]
বাংলা আউলিয়ার জননী
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

বাংলা আউলিয়ার জননী (২)
উম্মুল আউলিয়া বাংলা
অলি আল্লার মুখের বাণী- ।।

সোনার গাঁও আউলিয়া কেন্দ্র
সোনার বাংলার রাজধানী
নবীগঞ্জে কদম রসুল
রাসূলুল্লাহর কদম খানি- ।।

ঢাকার শহর মীরপুরে
শুন আলী আলী ধ্বনি
আলী হায়দার, শাহ আলী শাহ
বাংলা মায়ের মুকুট খানি- ।।

হাই কোর্টে খাজা সরফুদ্দিন
নিক্তির কাছে তিনি-
আয়ের কাটা সই করিতে
ঘুরে মানুষ দিন রজনী- ।।

সিলেটের ঐ পাক ভূমিতে
শাহ্জালাল পরশমণি
তাঁর পরশে আউলিয়া কুল
জারী করলেন মুসলমানী- ।।

খাদেম নগরে আউলিয়া সম্রাট
বাবা শাহ পরানী-
শেখ বোরহান উদ্দিন সুরমার তীরে
কে না জানে তার কাহিনী- ।।

মৌলবী বাজারে শাহ মোস্তফা
ফতেপুরে শাহ সুলেমানি
মুরার বনে নাছির উদ্দিন
পূর্ব পশ্চিমে মাজার খানি- ।।

পাক কুমিল্লার ধরমপুরে
মালিক হুসাইনী -
শাহ পীর কেল্লা শহীদ
জাতের জাতি ঐ নিশাণী- ।।

বার আউলিয়ার চিটাগাংয়ে
আসেন বায়েজীদ বোস্তামী
ঘরে ঘরে প্রেম বিলালেন
শেখ ফরিদের চোখের পানি- ।।

শাহ আমানত মোহসীন আউলিয়া
শোন বদর বদর ধ্বনি
গাউছুল আযম মাইজ ভাণ্ডারী
বসাইলেন প্রমের খনি- ।।

বাগের হাটের খানজাহান আলী
আউলিয়ার শিরোমণি
শর্ষিনার নেছার উদ্দিন
করেন প্রেম বিতরণী- ।।

পাবনাতে মাখদুম শাহদৌলা
শাহ শরীফ জিন্দাণী-
দিনাজপুরে নেকমরদ শাহ
পীর বদরউদ্দিনের মাজার খানি- ।।

রাজশাহীতে পীর শাহ মখদুম
কুতুবে রাব্বানী-
সর্বত্যাগী মহাপুরুষ
বগুড়াতে শাহ সুলতানী- ।।

ফরিদপুরে বাবা ফরিদশাহ্
যার নামে জেলাখানি
রামগঞ্জে হযরত মিরানশাহ
পীর পাগলামিয়া আছেন ফেনি- ।।

রংপুরে কেরামত আলী
চার তরী কার খণি-
কুষ্টিয়াতে লালন শাহী
প্রেম ভাণ্ডারে ডুবলেন যিনি- ।।

মদনপুরে শাহ সুলতান রুমী
প্রচার করলেন শান্তির বাণী
শাহ জামাল শাহ কামাল এসে
ময়মনসিংহ করেন রৌশনী- ।।

তিন লাখ পীরের কুমিল্লাতে
জাতের প্রকাশনী-
শাহ সোলেমান গল লেংটা
দেখাইলেন জাত নিশানই- ।।

খাজা নজিব উদ্দিন, রাহতালী শাহ্
কুমিল্লার মহামণী-
বাবা আলী হোসেন ঘোড়াশালে
দেখান কত আজব কাহিনী- ।।

দাদা পীর মাহমুদ আলী শাহ
সিলেট মোকাম খানি-
লাভ করলেন শাহ্ জালালী
জাল্লা জালাল জাত নুরাণী- ।।

কুমিল্লাতে নবীনগর
ধনাশী গ্রাম খানি -
দয়াল বাবা রংগু শাহ্
তাপশ কুলের পরশমণি- ।।

সোনার বাংলায় সোনার মানুষ
করে বেচাকিনি-
চিনলাম নারে কিনলাম নারে
(তাই) কাঁন্দে ফরিদ দিন রজনী- ।।

তাং ২৮/১/৯২ইং
মণিপুর, মিরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.