নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মুখের কথায় নয় মুসলমান -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:০৩



১০।

মুখের কথায় নয় মুসলমান

-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।



মুখের কথায় নয় মুসলমান

দেহ আত্মা সম্পদ দানে

মুসলমান হয় প্রতীয়মান- ।।



কলেমা তৈয়ব সামান্য নয়

যে বাক্যে মানুষ মুসলমান হয়

ওজন তার ব্রমান্ডময়

খুলে দেখ পাক কোরান- ।।



পাঁচ কলেমা পঞ্চ বেনা

শুধু মন্ত্র পড়লে আদায় হয়না

দশ ইন্দ্রিয় সাধন বিণা

কে বলে আশরাফী ইনসান-।।



মুসলমান হয় আত্মসমর্পণকারী

তাওয়াক্কালতু আল্লাহতে জীবনধারী

তারা লা শরীকে ধরছে পাড়ি

আমার আমার দেয় বলিদান- ।।



সত্য দয়া বিশ্বস্ততা

ধৈর্য্য, সাহস, সরলতা

সরল বিনে সবই বৃথা

সিরাতুল মুস্তাকীমে তারই প্রমাণ- ।।



তনে মনে এক না হলে

কে তারে মুসলমান বলে

সে মুখে কেবল আল্লাহ বলে

অন্তরেতে রয় যে শয়তান- ।।



সংখ্যালঘু মুসলমানগণ

সাগরে কচুরী যেমন

প্রেম সাগরে সর্বক্ষণ

ভেসে ভেসে চলে উজান- ।।



মুসলমানদের নাই কোর্ট কাচারী

তাঁরা একিন বৃক্ষে বাণছে বাড়ী

কাম, ক্রোধ, লোভ, হিংসা ছাড়ি

মুর্শিদ চিনে লয় বর্তমান- ।।



নবীর ভাবে ভাবুক হলে

নবীর স্বভাবেতে স্বভাব নিলে

ভেবে চিন্তে ফরিদ বলে

তবেই মানুষ হয় আদর্শবান- ।।



তাং ০৯/০৩/৮০ইং

মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১২

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো।

২| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:১৯

সাবু ছেেল বলেছেন: সুন্নি,শিয়া আর অহাবিদের পার্থক্য সম্বন্ধে জানতে চাচ্ছি।

৩| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৮

প্রামানিক বলেছেন: চমৎকার আধ্যাত্মিক গান।

৪| ১২ ই মার্চ, ২০১৫ সকাল ১১:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই লোক কে? এর ব্যাপারে আমাদেরকে জানতে হবে কেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.