নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

চিনলে না ধন সময়কালে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫২

[২০]
চিনলে না ধন সময়কালে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

চিনলে না ধন সময়কালে
অসময়ে সব হারিয়ে
খুঁজলে কি আর তাঁরে মেলে।।

যখন ছিল ভরা যৌবন
রংগের বাদাম উড়ালে তখন
মহাজনের অমূল্য ধন
কাম সাগরে দিলে ফেলে।।

কামের উৎস যৌবন
প্রেমের উৎস কাম আকর্ষণ
প্রেম বিহনে খোদা দর্শন
হবে কি আর নাম জপিলে।।

কাম, প্রেম একই রতি
আছে তাতে দুটি গতি
কাম নিম্ন, প্রেম উর্ধ্বগতি
প্রেম টেনে নেয় নূর মহলে।।

নামাজ হয় প্রেম শিকল
খোদা চিনার মহা কল
রোজা হয় তার তালা কল
বন্দি হয় সাঁই প্রেম শিকলে।।

প্রেম ভান্ড রয় অখন্ড
কামেতে হয় খন্ড খন্ড
ফরিদ এবার লন্ড ভন্ড
পড়িয়ে কামিনীর জালে।।

তাং ১৭/৮/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৭

বিজন রয় বলেছেন: ভাবের গান।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.