নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

প্রেমের বাতাশ লাগিল যার গায় -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

[২২]
প্রেমের বাতাশ লাগিল যার গায়
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

প্রেমের বাতাশ লাগিল যার গায়
সেইজন মন বান্ধিল বিশ্বাস পুরে গো সখি
ভক্তিপুর কদম তলায়- ।।

শুনি বন্ধু আছে প্রেম মেলায়
একিন বৃক্ষ কদম তলায় গো
বিশ্বাস ভক্তি সম্বল তথায় গো সখি
নইলে প্রেম পরশ কি পাওয়া যায়-।।

বিশ্বাস ভক্তি দুইয়ে মিলে
বিন্দু রূপে প্রেম উতলে গো
সিন্ধু ভরে সেই বিন্দু জলে গো সখি
প্রেম সাগরে ঢেউয়ে খেলায়- ।।

বহে দমকা হওয়া বিশ্বাস পুরে
কত কষ্ট জ্বালা ভক্তি পুরে গো
সকল জ্বালা যেজন সইতে পারে গো সখি
সে নামিল প্রেম সাধনায়- ।।

প্রেম বাজারে গোপীর মেলা
রাধিকা কৃষ্ণের ই খেলা গো
রসিক জনার প্রাণ উজ্জ্বলা গো সখি
প্রেম তরঙ্গে লাই খেলায়-।।

যে পেয়েছে প্রেমের পরশ
জীবনটি তার হল সরস গো
পান করে সে অমৃত রস গো সখি
প্রেমানন্দে কাম হারায়-।।

বন্ধুয়ার পিরিতের আশায়
ফরিদ নিরলে কান্দিয়া কাটায় গো
বন্ধু বিনে আমার মন আঙ্গিনায় গো সখি
স্থান নাহি আর কেহ পায়- ।।

তাং ২০/৯/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৯

হাইপারসনিক বলেছেন: ফরিদ এত আবেগ কোথায় পেল...??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.