নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ব্রহ্মাণ্ড জুড়ে একেরই খেলা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৫

[২৪]
ব্রহ্মাণ্ড জুড়ে একেরই খেলা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ব্রহ্মাণ্ড জুড়ে একেরই খেলা
ওগো পাবো তাঁরে কেমন করে
মন আমার আজ উতলা- ।।

এক আহাদ কাদের গণি
এক গুরু এক জনই স্বামী গো
ওগো এক বিনে দুই শয়তানী(২)
লা শরীক, সে একেলা - ।।

এক আদম, এক মা হাওয়া
একই পথে আসা যাওয়া গো
ওগো এই হোল ভবের খেয়া(২)
ধর পাড়ি এই বেলা- ।।

একটি চন্দ্র, একটি সূর্য
সদায় করে ভবের কার্য গো
ওগো এক রূপেতে মুর্শিদ ভজ(২)
দীলে রাখো ইল্লালাহ্- ।।

একেতে হয় বহুর প্রকাশ
বহুর মাঝে একেরই বাস গো
ওগো আপন ঘরে কর তালাশ(২)
দেখবে রূপেরই মেলা- ।।

এক বিনে সব অচেতন
সর্ব কিছু একের করান গো
ওগো যার হয়েছে ওজনে মন(২)
সে পায় গুরুর চরণ ধুলা- ।।

তোমার মতো অন্য জনা
এই ভবেতে আর দেখি না গো
ওগো তোমার রূপের নাই তুলনা(২)
কে দেখে ফরিদের জ্বালা- ।।

তাং তাং ২৬/১/৮০ইং
মণিপুর মীরপুর ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.