নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

তিন তাসের খেলা -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০

[২৬]
তিন তাসের খেলা
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

তিন তাসের খেলা
খেলছনিরে মন কখন,
তিনেতে ত্রিসুল আঁকা
এক মন হয় তার ওজন--।।

মনরে-
টিক্কা সাহেব বিবির খেলা
আল্লাহ আদম হাওয়ার মেলা,
আবার তিনে সৃষ্টি মোহাম্মদ আল্লাহ
তিনে সৃষ্টির বিকাশন--।
তিনেতে ত্রিবেনী ধারা,
তিন বর্ণ তিন স্বাদে ভরা
খবর রাখে সাধু জন--।।

মনরে-
ইং গলা, পিঙ্গলা, সুষমা
না পেলাম তার কোন সীমা,
সাধন গুনে পাবে ক্ষমা
সার কর গুরুর চরণ--।
শৈশব যৌবন বৃদ্ধ হাল
অতীত বর্তমান ভবিষ্যত কাল
স্থান, কাল, পাত্র বহাল
রাখছে কেবল জ্ঞানীজন--।।

মনরে-
আলিফ, লাম, মীম রাখ একিন
হা, হু, হে আগে চিন,
তিন তলাতে আছে দুর্বীন
জরিপ কর ত্রিভুবন--।
পিতা মাতা ভু-মন্ড
এই ত্রিভুবনে কত কান্ড,
ত্রি ফলাতে শীতল মন্ড
ত্রি নেত্রে কর দর্শন--।।

মনরে-
হবে বিশ্বাস ভক্তি প্রেম উদয়
ছাড়লে লজ্জা ঘৃণা ভয়,
তিন জায়গায় নবীর পরিচয়
হাদীসে আছে বর্ণন--।
দেহ, আত্মা, সম্পদ
আমি তুমি মহবত
কয় ফরিদ উদ্দিন আহম্মদ
তিন কথায় স্ত্রীর বিড়ম্বন--।।

তাং ১৩-০৯-৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.