নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

আমার মন হলনা মনেরই মতন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭


[৩০]
আমার মন হলনা মনেরই মতন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

আমার মন হলনা মনেরই মতন,
ওগো কত করে বুঝাই তারে সে
শোনে না মোর বচন-।।

সখি গো-
আমি কি করিলাম ভবে এসে
দিন কাটাইলাম রঙ্গে রসে গো,
জবাব নাই মোর পরিশেষে(২)
জিজ্ঞাসিলে সাঁই নিরঞ্জন-।।

সখি গো-
যখন যাই নামাজের ঘরে
মন চলে যায় ক্ষেত খামারে গো,
আবার কখন মায়ার দ্বারে(২)
মানে না সে আইন কানুন-।।

সখি গো-
পড়িয়ে নফছেরই ছলে
আমি বন্দি হই কামিনীর জালে গো,
সব হারাইলাম মন খেয়ালে
বুঝলাম না তার প্রলোভন-।।

সখি গো-
না বুঝতে ছিল ভাল
বুঝিয়া মোর এই ফল হল গো,
কলংকের হার গলে দিল
কেঁদে কেঁদে যায় জীবন-।।

সখি গো-
জীবন গেল ভুলে ভুলে
(ফরিদ) কাঁন্দে বসে নদীর কুলে গো,
কুলের আশে অকূলে
সাঁতারে বন্ধুর কারণ-।।

তাং ১২-০২-৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.