নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

শয়তানের কুমন্ত্রণায় ডুবলি রে তুই মন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪২

[৩২]
শয়তানের কুমন্ত্রণায় ডুবলি রে তুই মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

শয়তানের কুমন্ত্রণায় ডুবলি রে তুই মন,
চৌদ্দ ভুবন সেকেন্ডে ঘুরায়’
খুলে দেখ তুই জ্ঞান নয়ন-।।

কে শয়তান কে আল্লাহ
চিনলি নারে মন বে ভুলা,
কু-ভাবে শয়তানের মেলা
সু-ভাবে রয় নিরঞ্জন-।।

শুদ্ধ হতে ঘোর ভেজালে
নেমে এলি খেলবি বলে,
এখন জাত ছেড়ে বিজাতি হলে
চিনলে কই আর আপনজন-।।

যথা হতে এলি ভবে
(একবার) তথায় ফিরে যেতে হবে,
সিদ্ধ না হলে পূর্ণভাবে
করবে অসংখ্য যোনী ভ্রমণ-।।

শুদ্ধ বিনে জাতের সনে
মিশবে নারে অশুদ্ধ জনে,
শুদ্ধ চাইলে যাও সাধনে
প্রেমানলে হও দহন-।।

অনলে কি আছে শান্তি
তবে ঘুচে যাবে সকল ভ্রান্তি,
দেখবে তুমি কোন জাতি
পুড় যদি পুড়ার মতন-।।

ত্রিবেণীর ঘাটে যেয়ে
কাম পশুকে বলি দিয়ে
আলী হায়দার হাঁক ছাড়িয়ে
(ফরিদ) সার কর গুরুর চরণ-।।

তাং ১৭-১২-৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

আব্দুল্লাহ তুহিন বলেছেন: বাহ, চমৎকার। বেশ লাগল। +++

২| ০৮ ই জুন, ২০১৬ রাত ৮:২০

কবি হাফেজ আহমেদ বলেছেন: চমৎকার লেখনি। এগিয়ে যান কবি। শুভাশিস রইল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.