নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মন তুমি বুঝ তোমার মত -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:০০

[৩৩]
মন, তুমি বুঝ তোমার মত
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

মন, তুমি বুঝ তোমার মত
আর কেউ ভবে বুঝে না,
যে গিয়েছে বুঝের দেশে
অবুঝ হায়রে সেই জনা-।।

তুমি বুঝ তোমার নাই দোষ
তাই সদা খোঁজ পরের দোষ,
বুঝের মানুষ না হয় বেহুঁশ
পরের দোষ সে খোঁজে না-।।

বুঝতে বুঝতে হলাম সাড়া
তবু বুঝের না পাই কুল কিনারা,
কেবল এক বুঝেছে পাগল যারা
এক বিনে দুই বুঝে না-।।

অবুঝে বুঝ খুঁজে বেড়ায়
বুঝলে কি আর বুঝ পাওয়া যায়,
না সাজিলে অবুঝ ধরায়
বুঝের সন্ধান মিলে না-।।

বুঝতে যেয়ে ধুলি কণা
আকাশ পাতাল হয় ভাবনা,
না পেয়ে বুঝের সীমানা
একের ঘরে দেই হানা-।।

যেমন এক হতে নয় গুণিয়ে
সংখ্যা পাইনা আর খুজিয়ে,
পরে একের ঘরে যায় দৌড়িয়ে
শূন্য হয় তার সীমানা-।।

নানান মুণির নানান বুঝ
বুঝের উপর আছে বুঝ,
ফরিদ কে নিবে তোর উল্টা বুঝ
কম ভবে কেউ বুঝে না-।।

তাং ০৫-০২-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.