নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

সুখ সুখ কররে মন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

[৩৪]
সুখ সুখ কররে মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

সুখ সুখ কররে মন
সুখি হতে কে না চায়,
সুখ নিলে তুই দুঃখ নিবে কে
সুখ-দুঃখের এই দুনিয়ায়-।।

যার দুঃখ তারই সুখ
করে দেখ যোগ বিয়োগ,
দুঃখ বিনে কে পায় সুখ
ভেবে দেখ তুই নিরালায়-।।

সুন্দর নারী টাকা পয়সা
কেড়ে নেয় তোর ভালবাসা,
সুখের মাঝে দুখের বাসা
এমন উলটা দেশে কেবা যায়-।।

খোদার কাছে সুখ চাইলে
দুঃখ দিবি কার কপালে,
সুখ চায় না আশেকের দলে
দুঃখে সে আনন্দ পায়-।।

সুখ দুঃখ আলো আঁধার
দিন রজনী দুইয়ের কারবার,
কারে কোথায় ফেলবে এবার
হিসাবে তোর গোল দেখায়-।।

যে জন পাগোল খোদার লাগি
সুখ ছেড়ে হয় দুঃখের ভাগি,
সব নিয়ে হয় সর্বত্যাগী
বর্তমানে কাল কাটায়-।।

সুখ যে তোর দুঃখের কারণ
ভেবে চিন্তে দেখলে না মন,
ফরিদ না পেলে গুরুর চরণ
সুখ দুখে কি আসে যায়-।।

তাং ০৫-০২-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

কবি হাফেজ আহমেদ বলেছেন: সুখ সুখ কররে মন
সুখি হতে কে না চায়,
সুখ নিলে তুই দুঃখ নিবে কে
সুখ-দুঃখের এই দুনিয়ায়-।।

দারুন প্রকাশ...........!

অসংখ্য ধন্যবাদ কবি হে। ভালো থাকবেন নিরন্তর, শুভ কামনা

২| ১০ ই জুন, ২০১৬ রাত ৮:০৬

বিজন রয় বলেছেন: সুখ যে তোর দুঃখের কারণ
ভেবে চিন্তে দেখলে না মন,
ফরিদ না পেলে গুরুর চরণ
সুখ দুখে কি আসে যায়-।।

সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.