নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

সবার উপরে মানুষ সত্য -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১২ ই জুন, ২০১৬ রাত ১১:০৫

[৩৫]
সবার উপরে মানুষ সত্য
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

সবার উপরে মানুষ সত্য
মন মহাজন বাধ্য যার,
মনেই করে বেচা কিনি
মনেরই হবে বিচার-।।

মন মন্দিরে বিঁধির বাস
তাই দিবানিশি নাই অবকাশ
সর্বসৃষ্টি মনের বিকাশ
শয়তান রয় কি দূরে আর-।।

মুনেরে করতে সোজা
করে সর্ব লোকে মনের পুজা,
মন মহাজন রাজ্যের রাজা
প্রজা হয় সকলই তাঁর-।।

মনে মনে বেচা কিনা
করে প্রেম বাজারে রসিক জনা,
মন দিলে আর মন থাকে না
কলংক নাই মনে তার-।।

মনের নাইরে দিক আর পাশ
মনের দেখ কি পরিহাস,
কেউ রাজ্য ছেড়ে যায় বনবাস
কেউ কাম পথে যায় প্রেম বাজার-।।

স্ত্রী যোগায় স্বামীর মন
স্বামী যোগায় স্ত্রীর মন,
গুরু শিষ্য মনের বন্ধন
মন বিহনে ধন নাই আর-।।

মন নয়রে সামান্য কথা
ভ্রমান্ড জুড়িয়া গাঁথা,
কে বুঝে বল মনের ব্যাথা
কে লয় কার মনের ভার-।।

মণিপুরে দশটি থানা
সাধন বিনা বাধ্য হয় না,
যার হয়েছে মন সাধনা
মণিপুরা রাজ্য তার-।।

মনের দরে মন পাওয়া যায়
মুশির্দ পুরের প্রেম আঙ্গিনায়,
মন দেওয়া তার ভীষ্ণ দায়
ফরিদ খুলে দেখ মনের দুয়ার-।।

তাং ২২-১১-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।


মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব ভালো লাগল কবি। এগিয়ে যান। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.