নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মন ভাঙ্গে আর মসজিদ ভাঙ্গে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১৪ ই জুন, ২০১৬ ভোর ৪:৩৯

[৩৬]
মন ভাঙ্গে আর মসজিদ ভাঙ্গে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

মন ভাঙ্গে আর মসজিদ ভাঙ্গে
ভাঙ্গে খোদার কাবাঘর,
মন মন্দিরে খোদার আরশ
ব্যথা দিসনে তার ভিতর-।।

পাথরের ঐ কাবাখানা
জোড়া দিলে হয় গঠনা,
দীল কাবা প্রেম রশির টানা
জোড়া লয় না ভাঙ্গলে পর-।।

খুশি রাখতে মানুষের মন
সৃজিলেন সাঁই বিশ্ব ভুবন,
সেজদা করেন ফেরেস্তাগণ
শয়তান পায় লানতই বর-।।

যে দিকে মানুষের মুখ
সেই দিকে আমারই মুখ,
তাঁর সুখে আমারই সুখ
দুঃখ দিসনে তার উপর-।।

খোদার কাবা না চিনিলে
নামাজ রোজা সব বিফলে
খুঁজলে কি আর তাঁরে মিলে
বৃথা আল্লাহু আকবর-।।

মানুষেরই চরণ তলে
খোঁদার বেহেশত কিতাবে বলে,
সেই মানুষকে অবহেলে
ভরসা তোর কার উপর-।।

কারও প্রাণে দিসনে ব্যথা
ফরিদ দুঃখ পায়রে পরম দাতা,
সে যে প্রাণে প্রাণে আছে গাঁথা
মানুষ ভজলে পাবে প্রাণেশ্বর -।।

তাং ১৫-০৩-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৬ ভোর ৬:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ঠিক ই বলছেন ভাই ,
লালন বলেছেন
দয়াল পার কর আমারে
দয়াল যদি পার করে
দরকার কি তার পুর্ব
পশ্চিম ঘুরে ফিরে ।

কবিতাটি ভাল লেগেছে । ধন্যবাদ

২| ১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:৩০

কবি হাফেজ আহমেদ বলেছেন:


ভালো লাগা রেখে গেলাম কবি। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.