নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

গাছতলাতে থাকরে মন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২১ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪২

[৩৭]
গাছতলাতে থাকরে মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

গাছতলাতে থাকরে মন
গাছের স্বভাব নিলে না,
লাভ হোল না ফল ধরল না
বাড়ল কেবল যন্ত্রনা-।।

দেখ গাছের ছায়াতলে
পাপী তাপী সর্ব দলে
আশ্রয় নিয়ে প্রাণ শীতলে
গাছের নাই দ্বি-ভাবনা-।।

খেয়ে গাছের সুমিষ্ট ফল
জিন ইনসান আর পাখির দল
বেঁচে আছে ধরণী তল,
গাছ নিজে ভক্ষণ করে না-।।

গাছ স্থান নাহি ছাড়ে
এক যায়গাতে বসত করে,
কাটলে বাঁধা নাই অন্তরে
সইয়ে লয় সব যন্ত্রণা-।।

গাছের তৈরী ঘর আর বাড়ী
রান্না করে কাষ্ঠ পুড়ি
চেয়ার টেবিল খাট তৈয়ারী
গাছ দিয়ে সব গঠনা-।।

হতে পারলে গাছের মত
ফুলে ফলে প্রস্ফুটিত,
ভ্রমর অলি আসবে নিত্য
ফুলের গন্ধে দিওয়ানা-।।

দেখ গাছের কত উদারতা
সহিষ্ণুতা নিরবতা,
বিলিয়ে দেয় আপন স্বত্বা
ফরিদ গাছের মতো হলে না-।।

তাং ২৪-০৭-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.