নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ভেজাল ছাড়া জায়গা কোথায় -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৪ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৩

[৩৯]
ভেজাল ছাড়া জায়গা কোথায়
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ভেজাল ছাড়া জায়গা কোথায়,
তোর ঘরে ভেজাল বাইরে ভেজাল
মুল ভেজাল তোর মন আঙ্গিনায়-।।

ভাইয়ে ভাইয়ে দলাদলী
পিতা পুত্রে কিলাকিলি,
বউ শাশুড়ি চুলাচুলি
স্বামী স্ত্রী শান্তি না পায়-।।

সত্যের জন্য কোর্ট কাচারী
আবার আছে শান্তি রক্ষাকারী,
দেখ তাদের ছল চাতুরী
ঘোর সত্যকে মিথ্যা বানায়-।।

অফিস খামার হাঁট বাঁজারে
রাস্তা ঘাট শহর বন্দরে,
মিথ্যা হিংসা চলছে বেড়ে
বল এবার ধর্ম কোথায়-।।

মোল্লা মুন্সী হাফেজ কারী
কাম ক্রোধ লোভ হিংসায় পড়ি
বেদ কোরানে না যায় ভিড়ি
নাম যশ অর্থ খুঁজে বেড়ায়-।।

মসজিদ মাদ্রাসা ঈমাম নিয়ে
দলাদলি যায় বাড়িয়ে,
নবী এবার যায় পালিয়ে
টের পেলনা মসজিদ বানায়-।।

আবার নাম ধারী ফকিরগণ
মানে না তরিকার আইন কানুন,
শোনা কথা করে বর্ণন
মন খেয়ালে ঘুরে বেড়ায়-।।

রাজা চায়না প্রজার সুখ
প্রজা বুঝেনা রাজার দুখ,
তাই সবে ভোগে দুর্ভোগ
জ্ঞানী মরে চিন্তা ভাবনায়-।।

রাজ্য নিয়ে কাড়াকাড়ি
রাজায় প্রজায় মারামারি,
ধর্মে ধর্মে বাড়াবাড়ি
চলছে দেখ এই জমানায়-।।

যে না বুঝে ধর্মের মর্ম
করে সদা অপকর্ম,
আবার তারই মুখে ধর্ম ধর্ম
ধার্মিক মরে তার যন্ত্রণায়-।।

যুগের এই পর্ব ঘোর অন্ধকার
মহাসংকটপুর্ণ সময় এবার,
ভাল মন্দের হবে বিচার
হাহাকার ঐ শোনা যায়-।।

আমি ভেজাল তুমি ভেজাল
যথায় যাবে তথায় ভেজাল,
তুমি ভাব নির্ভেজাল
সেও ভেজালেতে দিন কাটায়-।।

সত্য যুগের সত্য কথা
বললে পরে লাগে ব্যথা,
ফরিদের নাই মানবতা
লক্ষ্য কর নিজ আমলনামায়-।।

তাং ১৩-০২-১৯৮০ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.