নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ছুটি ছুটি কর রে মন -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৮

[৪০]
ছুটি ছুটি কর রে মন
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ছুটি ছুটি কর রে মন
ছুটি নিয়ে যাবে কই,
চুটির পরে বারে বারে
তার ভিতরে আসবে ঐ-।।

স্কুল ছুটি অফিস ছুটি
বাজার হয় ক্ষণিকের চুটি,
একেবারে নিলে ছুটি
রুজি রুটি পাবে কই-।।

মনের ছুটি নাই সংসারে
ছুটি পাবে কেমন করে,
মন তুমি ব্রহ্মাণ্ড জুড়ে
এক হতে আর পারলে কই-।।

বাইম, গুতুম থাকে কাদার ভিতরে
তার গায়ে কাদা নাহি ভরে,
ফরিদ সাধু এমনি করে
সংসার ক্ষেত্রে দিচ্ছে মই-।।

মন রাখ মণিপুরে
বসত কর মাইজ ভাণ্ডারে
সংসার কর দেহ জুড়ে
আত্মা বুদ্ধি রাখ সই-।।

চৌরাশি লাখেরই বাঁজার
ঘুরা ফেরা সহেনা আর,
ছুটি নিয়ে অমৃত বাঁজার
ফরিদে কয় অমর হই-।।

তাং ০৬-১১-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৫৭

মো: অাজগর আলী বলেছেন: ঠিক বলেছেন ভাই
মনের আর ছুটি নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.