নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

আমি আছি ভব নদীর পাড়ে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৯ ই জুলাই, ২০১৬ রাত ১২:৩৩

[৪৩]
আমি আছি ভব নদীর পাড়ে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

আমি আছি ভব নদীর পাড়ে
দয়াল মুর্শিদ ও,
দয়া করে পার কর আমারে-।।

মুর্শিদ ও-
খর নদীর স্রোতের টান
মাঝে মাঝে মাঝে উঠে বাণ
দেখে ভয় লাগে মোর অন্তরে,
কত কত মাঝি মাল্লা
নদীর স্রোতে দিচ্ছে পাল্লা
আমি একা আছি যে কিনারে-।।

মুর্শিদ ও-
রং বেরঙ্গের পাল তুলিয়ে
কত জনা চলছে ধেয়ে
ডাকি আমি তোমায় বিনয় করে,
আমার ডাক কেউ না শুনে
চলছে তারা আপন মনে
এখন আমি পড়ছি মহা ফেরে-।।

মুর্শিদ ও-
আমি অধম সর্ব হারা
উপায় নেই মোর তুমি ছাড়া
আশা দিয়ে কেন থাক দূরে,
ফরিদ কান্দে পার ঘাটে বসে
দয়াল মুর্শিদ চরণ আশে
বেলা থাকতে পার কর আমারে-।।

তাং ১৯-০২-১৯৭১ইং, ঠালবাগান, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ২:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: মুর্শিদ ও-
রং বেরঙ্গের পাল তুলিয়ে
কত জনা চলছে ধেয়ে
ডাকি আমি তোমায় বিনয় করে,
আমার ডাক কেউ না শুনে
চলছে তারা আপন মনে
এখন আমি পড়ছি মহা ফেরে-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.