নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

খাই পরি বাঁচি মরি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:১১

[৪৫]
খাই পরি বাঁচি মরি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

খাই পরি বাঁচি মরি
দয়াল সকলই তোমারি দান,
পড়ব ফেরে চাইলে পরে
ক্ষুদ্র একটি প্রতিদান-।।

এক বিন্দু পানি হতে
সৃজিলে মোরে নিপুণ হাতে,
জন্ম মরণ সেই পানিতে
কি করি তার শুকরান-।।

মাটি হয় মোর প্রাণ ভান্ড
সর্ব ঘাটে রূপায়ন কান্ড,
করি সেই মাটিতে কত কান্ড
মানলাম কই মাটির বিধান-।।

তাপ বিতরণ দর্শন দাহন
প্রাণের উৎসাহ আর উদ্দীপন
সকলি আগুনের কারণ
সাধনে তার রয় প্রমাণ-।।

বাতাস হয় প্রাণের সঞ্চয়
আছে বাতাস রূপে শক্তিময়,
যে দিন দেহের বাতাস বন্ধ হয়
হবে সর্ব খেলার অবসান-।।

পানি শিখায় উদারতা
মাটি শিখায় সহিষ্ণুতা,
অনল হয় উৎসাহ দাতা
বাতাস করে শক্তি দান-।।

সাধ আগুণ পানি বাতাস মাটি
তোমার জীবন হবে পরিপাটি,
তন্ত্রে মন্ত্রে হয় না খাঁটি
ফরিদ স্বভাবে হও বলিয়ান-।।

তাং ১৫-০২-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৩১

বিলিয়ার রহমান বলেছেন: পানি শিখায় উদারতা
মাটি শিখায় সহিষ্ণুতা,
অনল হয় উৎসাহ দাতা
বাতাস করে শক্তি দান

অসাধরন লেখনি ,শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.