নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

বন্ধু আমার কাছে থেকে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:১০


[৪৯]
বন্ধু আমার কাছে থেকে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

বন্ধু আমার কাছে থেকে
একবার ফিরে চাইল না,
যার কারনে ঘুরি দ্বারে
তারে খুঁজে পাইলাম না-।।

বন্ধু বন্ধু বন্ধু বলে
বুক ভাসে মোর নয়ন জলে,
লোকের মন্দ দূরে ফেলে
কপালে লই যন্ত্রণা-।।

সংসার ধর্ম যত করি
ভাল কিংবা মন্দ করি,
সর্ব কাজে তোমায় স্মরি
আঁকি রূপের নিশানা-।।

তবু পাইনা তোমার সাড়া
ভেবে না পাই কুল কিনারা,
বুঝলাম আমি কপাল পোড়া
মিছে বন্ধুর ভাবনা-।।

খুশি তুমি কোন বা নামে
ভাল মন্দ কোন বা কামে,
সর্গ নরক ডামে বামে
সামনের পথে রব্বানা-।।

বল বন্ধু কি কারণে
অভিমান অবুলার সনে,
আর কে আছে তুমি বিনে
ব্যথায় দিবে সান্তনা-।।

ফরিদেরই উদাস প্রাণে
শান্তি নেই প্রাণ বন্ধু বিনে,
দেখা দিও হৃদ আসনে
পুরাও মনের বাসনা-।।

তাং ০১-০৩-১৯৮১ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:২৪

আনিসা নাসরীন বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.