নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

চল জ্ঞান সমুদ্রের তীরে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০১ লা মার্চ, ২০১৭ বিকাল ৩:২১

[৫৬]
চল জ্ঞান সমুদ্রের তীরে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

চল জ্ঞান সমুদ্রের তীরে-
সৃষ্টি জুড়ে খেলা করে
লা-শরিকে কেমন করে-।।

জ্ঞানই আল্লাহ, জ্ঞানই মুর্শিদ
সাঁতার দাও জ্ঞান সাগরে,
জ্ঞান আলো নুরের জ্যোতি
পথ দেখায় জ্ঞান অন্ধকারে-।।

জ্ঞানই করে বেচাকিনি
জ্ঞানময় এই সুংসারে,
জ্ঞান বিহনে সব অচেতন
জ্ঞানে সৃষ্টি বিকাশ করে-।।

সু-জ্ঞানে সু-বিন্দু ফলে
বি রাব্বিনাছ কয় তারে,
কু-জ্ঞানে কু-বিন্দু যোগে
খান্নাছ রূপে খেলা করে-।।

বিন্দু জ্ঞানে আদম জ্ঞানী
জ্ঞান ভান্ডার তার ভিতরে,
সর্ব জ্ঞানে হয়ে জ্ঞানী
স্বরূপে সাঁই বিরাজ করে-।।

আত্ম জ্ঞানী মহাজ্ঞানী
চলে আত্ম বিচার করে,
প্রেম দিয়ে কাম বিনাশে
ডুবে থাকে ভক্তি পুরে-।।

লোভে পাপ পাপে ধ্বংস
পড়বেরে ভীষণ ফেরে-
চৌরাশি লাখেরই বাজার
ঘুরতে হবে কাম বিকারে-।।

নূরে খুদা জ্ঞান ভান্ডার
আলী রয় তার দ্বারে,
আলীর কাছে জ্ঞানের সন্ধান
ফরিদ তালাশ কর মুর্শিদ পুরে-।।

তাং ১০-১১-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.