নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

গান বাজনা এশকেরই তুফান -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:৫৬

[৫৮]
গান বাজনা এশকেরই তুফান
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

গান বাজনা এশকেরই তুফান
খোদা প্রেমের নিশানা,
গান কীর্তন জ্ঞান উপার্জন
সুরে প্রাণ হয় দেওয়ানা-।।

গানের তানে সরল প্রাণে
ঢেউ খেলে যায় প্রেমের টানে,
সীল মারা ঐ নিরস প্রাণে
নিষেধ করে গান শোনা-।।

আশেকের মন মাশুক পুরে
পাগল হয় সে গানের সুরে,
মাশুক নামের কীর্তণ করে
বাজে তার হৃদয় বীণা-।।

গানে কয় আল্লাহ রাসুল
গানে ভাঙ্গে মানুষের ভুল,
ভাবে লাভ প্রাণ হয় আকুল
দূর হয় মনের যন্ত্রণা-।।

গানে দেয় পথের দিশা
দূর করে দেয় লোভ লালসা,
গোড়ে তোলে ভালবাসা
মুর্শিদ প্রেমে হয় ফানা-।।

না মানলে কেউ গানের বিধান
ফল হবে না গাহিলে গান,
প্রেম তরঙ্গে গায় আশেকান
রঙ তামাশা ভেব না-।।

গান জায়েজ আশেকের জন্য
ভাবলে হৃদয় হবে ধন্য,
ফাছেকের হবে না পুণ্য
মনে তার কাম ভাবনা-।।

ফরিদ কয় আশেকীগন
কর গানে জ্ঞান অন্বেষণ,
তবেই সার্থক হবে জীবন
পাবে পথের ঠিকানা-।।

তাং ২৫-০৭-১৯৮২ইং
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৫৮

ভাবুক কবি বলেছেন: দারুণ লিখেছেন

২| ০৬ ই মার্চ, ২০১৭ দুপুর ২:৪০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: হোকনা গানে গানে এবাদত
খুঁজে নিক অন্তর মুক্তির মহরত....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.