নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ভয় লাগে আমারই প্রাণে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৬ শে মার্চ, ২০১৭ রাত ১০:২৪

[৬২]
ভয় লাগে আমারই প্রাণে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

ভয় লাগে আমারই প্রাণে,
যুগ তরঙ্গ লাল রঙ্গ
বিচিত্র মিতালী তানে-।।

যুগের এই পর্ব ঘোর অন্ধকার
মহা সংকটপূর্ণ সময় এবার,
নিবোর্ধ হস্তে শাসন ভার
জ্ঞানী চলে অন্তর্পনে-।।

এই অমাবস্যার রজনীতে
পন্থ না পাই আধারেতে,
দিবস মণি উঠবে প্রাতে
চেয়ে আছি তারই পানে-।।

কামিনী কাঞ্চনের লোভে
মানুষ হিতাহিত নাহি ভাবে,
যেমন উঁই পোকার হয় পালক যবে
পুড়ে মরে হুতাশনে-।।

মুখে কেবল ধর্ম জারি
মনেতে শয়তানের বাড়ী,
সর্ব ধর্মে কেলেংকারী
বেদ কোরান আর নাহি মানে-।।

আজ চৌদ্দশো হিজরির শেষ কাল
সত্য মিথ্যায় তালে বেতাল,
ফরিদ নিজের পায়ে মারে কুড়াল
উপায় নেই আর মুর্শিদ বিনে-।।

সত্য, ত্রেতা, দাপর, কলি
কত যুগ যুগান্তর গেল চলি,
আবার সত্য যুগ এল বলি
চেয়ে দেখো জ্ঞান নয়নে-।।

তাং ২৩/০১/১৯৮০ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.