নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

এই পৃথিবী রঙ্গমঞ্চ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৭ শে মার্চ, ২০১৭ সকাল ৮:৫২

[৬৩]
এই পৃথিবী রঙ্গমঞ্চ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

এই পৃথিবী রঙ্গমঞ্চ
মানুষ করে অভিনয়,
কেউ রাজা কেউ সাজে প্রজা
যাত্রা এই বিচিত্রময়-।।

কেউ দোকানদার কেউ খরিদ্দার
কেউ কর্মচারী কেউ অফিচার,
কেউ দোষী কেউ করে বিচার
কেউবা কারে দেখায় ভয়-।।

কেউ অন্ধ পথ দেখে না
কারো পথের নাই ঠিকানা,
কেউ করে পথ গঠনা
কেউ পথের যাত্রী হয়-।।

কেউ দেখে রাজার স্বপন
গঠন করে রাজ সিংহাসন,
প্রাতে চাষা জাগে যখন
কেমন করে জ্বালা সয়-।।

কেউ নেয় ঠগের পালা
জীবন ভরে সহে জ্বালা,
কেউ জীতে কেউ বেভুলা
আছে জয় আর পরাজয়-।।

কার পাঠ কেবা করে
ভাবছে কয়জন নিজ অন্তরে,
ভাবছে যেজন চিনছে তাঁরে
ভাবের ঘোরে ডুবে রয়-।।

অভিনয় সব ভবের মেলা
যাত্রা আর নাটকের খেলা,
পড়বে ধরা শেষের বেলা
দ্বীনহীন ফরিদে কয়-।।

তাং ২১/০৭/১৯৮২ইং,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.