নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

সরল কারে কয় গো সখি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

৩০ শে মার্চ, ২০১৭ দুপুর ২:৪৭


[৬৬]
সরল কারে কয় গো সখি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

সরল কারে কয় গো সখি
সরল কারে কয়
আপন ঘরে কর তালাশ
সরল হৃদয় ।।

সখি গো-
স র ল তিনটি অক্ষর
মানুষের তিন যায়গাতে রয়,
সাধলে জ্বলবে জ্ঞানের বাতি
হবে অটল অক্ষয় - ।।

সখি গো-
সরলের স সত্য সাধন,
র য়ে রাগ করো দমন,
ল য়ে লোভ বর্জন করো
হবে সরল নিশ্চয় -।।

সখি গো-
সরল যে জন রসিক সে জন
তার রসালো হৃদয়
অমর পুরে বসতি তাঁর
বাধ্য প্রেমময় -।।

সখি গো-
সরল রয় কোলের শিশু
মায়ের কোলে রয়,
কত জনে চুমায় তারে
কি আনন্দময় -।।

সখি গো-
পরশের স্পর্শ পাইলে
যেমন লোহা পরশ হয়,
সু-রসিকের সঙ্গ পাইলে
মানুষ তেমনি সরল হয় -।।

সখি গো-
সরল ভাবে চলছে নদী
উদার সব সময়
পচা গলা ভাঙ্গা গড়া
নিত্য সয়ে লয় -।।

সখি গো-
সরল সোজা মোস্তাকীম
ফরিদ মুখের কথা নয়,
সরল মানুষ জ্যন্ত মরা
ছাড়ে লজ্যা ঘৃণা ভয় -।।

তাং ১১/০৮/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.