নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ধনে কি মন ভরে গো সখি -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০১ লা এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৩৬

[৬৭]
ধনে কি মন ভরে গো সখি
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী।

ধনে কি মন ভরে গো সখি
জনে কি মন ভরে,
বন্ধুর রূপে পাগল হয়ে
ঘুরি দ্বারে দ্বারে -।।
সখি গো-
আমারি মনের বেদন
বলি কার বা দ্বারে,
ব্যাথার ব্যথী পাব কজন
এই ভব সংসারে -।।
সখি গো-
বন্ধু মোরে কোরল যাদু
প্রাণ নিলো মোর হরে,
ধন ভুলিয়ে বন্ধু নিয়ে
আছি প্রেম বাজারে-।।
সখি গো-
বন্ধু রূপ দেখাইয়া কাছে নিয়া
থাকে দূরে দূরে,
কইতে নারি সইতে নারি
মরি অন্তরে অন্তরে -।।
সখি গো-
আমার মনের গতি বুন্ধুর স্মৃতি
ভাসে নয়ন পুরে,
তবু বন্ধুর মন পেলাম না
রইল দূরে দূরে-।।
সখি গো-
বন্ধু মোরে বলুক যাই
আছি চরণেতে পড়ে,
সে যে আমার
আমি যে তার
লোকে জানে ভব পুরে -।।
সখি গো-
ধনের আশে ধনাশীতে
ফরিদ প্রাণ সঁপিল যারে,
সে আশা দিয়ে কদম তলে
বাঁধল প্রেম ডোরে-।।

তাং ২১/০৮/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.