নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

তৌহিদ সাগর পাড়ি দেওয়া -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:১০

[৬৮]
তৌহিদ সাগর পাড়ি দেওয়া
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

তৌহিদ সাগর পাড়ি দেওয়া
কঠিন ব্যাপার,
পাক পাঞ্জাতন হলে সাধন
ভজনাতে হবে পার -।।

সাগরের নাই কুল কিনারা
স্রোত বহে তার তিন ধারা গো,
নামলে পরে জীবন সারা
সাধ্য নাই আর বাঁচিবার -।।

মন মোহিনী কাল সাপিনী
ঐ ঘাটে বসা দিন রজনী গো
যাত্রী খেয়ে বাঁচায় পরাণি
আশেক গেলে করে পার-।।

তরী রূপে মা যোহরা
নূর নবী হালে ধরা গো,
পালে আলী করে উড়া
হাসান হোসেন বায় দুই দাঁড়-।।

নূর নবী ঘাটের মাঝি
করতে পারলে তাঁরে রাজি গো,
পার হবে সোজা সুজি
নইলে গতি নাই তোমার -।।

তৌহীদ কলেমা না জানলে
ডুবে মরবে সাগর জলে গো,
হা হু হে দমের কলে
মূর্শিদ আলী কর সার -।।

ফরিদ হোল কপাল পোড়া
সাতরাইলো জীবন ভরা গো,
তবু না পেলো কুল-কিনারা
মূর্শিদ তুমি হও কান্ডার -।।

তাং ০৯/১১/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.