নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

দেখলি না তুই সংসারের কি রূপ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৬ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:১০

[৭০]
দেখলি না তুই সংসারের কি রূপ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

দেখলি না তুই সংসারের কি রূপ
প্রাণ সখি গো –
কার কাছে কই আমার মন-দুঃখ -।।

সখি গো –
সংসার হয় যাতনার ফাঁদ
পেতেছেন আলী আহাদ
তার ভিতরে দিয়েছেন সুখ দুঃখ,
স্বর্গ নরক নহে দূরে
ভাল মন্দ এই সংসারে
দেখতে চাইলে করো যোগ-বিযোগ -।।
সখি গো –
ত্রিবেণীয়ার তিন ধারাতে
তিন তাসের খেলা সংসারেতে
জুড়িলেন সাঁই দেখতে আপন রূপ,
সংসার হয় মায়া যোনি
কাম কামিনী মন মোহিনী
ব্রহ্ম মাতা মহামায়া রূপ -।।

সখি গো –
সংসার হয় ত্রিবেণীর ঘাট
বসাইছেন সাঁই প্রেমের হাট
কার কাছে কই ছয় ডাকাতের দুঃখ,
কাঙ্গাল ফরিদেরই মনের বেদন
কখন জানি হবে মোচন
দেখতে পাব বন্ধুর মধু মুখ -।।

তাং ৩০/১২/১৯৮১খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৪

মোহাম্মদ আনোয়ার বলেছেন: (৭১) আমি পাগল হলাম

আমি পাগল হলাম বন্ধুয়ার কারণে
প্রাণ সখি গাে
তোমরা যতই মন্দ বল জনে জনে-।।

সখি গো- ধন জন বিষয় বাড়ী
সকলই ভুলতে পারি
বন্ধুর কথা ভুলি কেমনে
বন্ধু আমার প্রাণ কালা
কথায় কথায় দেয় সে জ্বালা
তবু তারে ভাল লাগে মনে-।।

সখি গো- বন্ধুয়ার প্রেম শিকলে
বন্দি হলেম কদম তলে
কে বুঝিবে ব্যথার ব্যথী বিনে
দেখাইয়ে রূপের খেলা
বন্ধু মন করল উতলা
ভুলতে নারি শয়নে স্বপনে-।।

সখি গো- বন্ধুয়ার রূপ মহলে
যে গিয়েছে সময় কালে
সে কি আর লোকের কথা মানে
আমি বলে বন্ধুর কথা
লোকে আমার খেলো মাথা
ফরিদ মরে বন্ধুর হুতাশনে-।।

তাং- ৬-৬-৮২ ইং, মনিপুর, মীরপুর, ঢাকা




আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.