নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

আমারে খুঁজিতে গেলে -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৯ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১৮

[৭৮]
আমারে খুঁজিতে গেলে
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

আমারে খুঁজিতে গেলে
মাথা আমার ঘুরে যায়,
কি আজব কান্ড তার ভিতরে
এমনি করে কে সাজায় -।।

দেখতে দেখায় জীর্ণ কুটির
আব আতশ বাত তৈয়ার মাটির,
জ্ঞান আঁখি ফুটলে জ্ঞানীর
ব্রহ্ম দর্শন হয়ে যায় -।।

চার কুতুব ষোল প্রহরী
বারো বুরুজ আট মোতারী,
তিন তালা আর নব দ্বারী
চৌদ্দ মঞ্জিল আছে তথায় -।।

আঠারো মোকাম তার ভেতরে
দশ ইন্দ্রিয়ে খেলা করে,
ছয় জনাকে বন্দি করে
জ্ঞানী যে জন এই ধরায় -।।

চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র
আছে ত্রিবেণী আর ত্রি নেত্র,
আরো আছে সমর ক্ষেত্র
জরিপ করা বড় দায় -।।

আছে মক্কা আর মদীনা
খোদার আরশ মাহফুজ খানা,
আরশ কুরছি ত্রি-ভুবনা
আকাশ পাতাল এই জায়গায় -।।

যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে
তা আছে এই দেহ ভান্ডে,
দেখতে গেলে পড়বে ফাঁন্দে
সসীম কে অসীম দেখায় –।।

আমি কে, কে আমার
আমির খবর নাই আমার,
তবু করি আমার আমার
ফরিদ চিনলে না তুমি তোমার -।।

তাং ২০/০৩/১৯৮০খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.