নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

আমারে চিনে না কেহ -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:০০

[৮০]
আমারে চিনে না কেহ
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

আমারে চিনে না কেহ
আমি সবার পরিচয়,
আমি আছি সবার মাঝে
নামটি আমার সবে লয় -।।

আমি কিন্তু বড় পাজী
কারো কথায় হইনা রাজি,
আমি আমার নাইয়ের মাঝি
তরি আমার ভেসে রয় -।।

আমার জ্ঞানের নাহি অন্ত
আমি ক্ষণে ক্ষেপী ক্ষণে শান্ত,
কেউ বলে মহাভ্রান্ত
কেউ ভাবে প্রেমময় -।।

আমার জন্য ভবের মেলা
কেউ বুঝেনা আমার খেলা,
আমি বিনে সব পথের ধুলা
ধুলে ধুলা মিশে রয় -।।

আমি চাইলে কারো পাণে
হুশ থাকে না নিরস প্রানে,
সরস প্রাণে জ্ঞানে গুণে
আমার হয়ে কাছে রয় -।।

আমি যদি ছাড়ি মেলা
সাঙ্গ হবে ভবের খেলা,
পড়ে থাকবে পথের ধুলা
সোনার অঙ্গ হবে ক্ষয় -।।

আমার কেহ নাই ভবে
সকলি আমারে তাবে,
ফরিদ কয় ভেবে ভেবে
আমার ভাবে কয়জন রয় -।।

তাং ২১/০৭/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

কবি আব্দুল্লাহ আল মাহমুদ বলেছেন: ও, আচ্ছা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.