নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

চার কুতুবে নামাজ পড় রে তুই -ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী

২৪ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৪

[৮৪]
চার কুতুবে নামাজ পড় রে তুই
-ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী ।

চার কুতুবে নামাজ পড় রে তুই
দীল হুজুরী আগে কর,
নূরের কেবলায় আহম্মদ নূরী
অযুদ পুরে তালাশ কর -।।

আলিফেতে খাড়া হওয়া
হে হরফে রুকু দেওয়া,
মিম হরফে সেজদায় যাওয়া
দালে এবার বৈঠক কর -।।

আলিফ নাহি শিক্ষা হোল
বে হরফ চোখেতে দিল,
তে হরফ তালুতে দিল
ছে হরফটি মুখে ধর –।।

জীমে জিহবা জিকির ধ্বনি
হের মধ্যে খের টুকরাখানি,
দালে দন্ত জে জবানি
আলা জহবা জালে ধর -।।

রে হরফে রগের টানা
বক্ষেতে ছিন আছে জানা,
সিনেতে হয় কান দুখানা
দমে দমে জিকির কর -।।

ছোয়াত দোয়াদ পেট পুরিল
তোয়ায় তিল দোয়ায় দীল,
আইন হরফে গুর্দা হল
গাইনে গর্দান পৃষ্ঠ ধর -।।

ফে হরফে ফেপসা ধরা
কাফেতে কলিজা পুরা,
বড় কাফ তোর নাভির গোড়া
লামেতে হয় বায়ু ভর -।।

মিমে মন্ড সৃষ্টি ধারা
নূ হরফে রক্ত ধারা,
ওয়াও হরফে সর্ব জোড়া
হে হরফে হস্ত তোর -।।

দুই পোতা হামজা বদ্ধি
আলিফ শহর তার গতি,
লাম আলিফে মহামতি
ইয়াতে হয় স্বনির্ভর -।।

হাতের পাঁচ গুপ্ত অতি
দশ হরফ সাধনের গতি,
সাধলে জ্বলবে জ্ঞানের বাতি
মুর্শিদের চরণে পড় -।।

ত্রিশ হরফে বাইশ নোক্তা
আট হরফে আদমপ পুক্তা,
চার হরফে ফকীর নক্তা
বেলায়েতে আছে খবর -।।

সকল হরফ পৃথক করা
লাম আলিফ কেন হোল জোড়া,
লামের নিচে আলিফ খাড়া
নুক্তার এবার খবর কর -।।

না হলে মন চিনা জানা
নামাজ রোজায় ফল পাবে না,
চক্ষু থুইয়ে ফরিদ কানা
নিল না আপন খবর -।।

তাং ০৭/১০/১৯৮২খ্রীঃ,
মণিপুর, মীরপুর, ঢাকা।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও!

দারুন ! দেহ তত্বের সাথে হরফের সংযোগের বিষয়টি অনেক অনেক দিন মনে ঘুরছিল!
আহামদ সহ বেশ কটি ক্লিয়ার থাকরেও পুরোটা জানা ছিল না।

অনেক অনেক কৃতজ্ঞতা শেয়ারে।
:)

++++++

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫০

জি এম আশরাফুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৫৯

কানিজ রিনা বলেছেন: আরেব্বাস,চিন্তায় কখনও আসেনাই।
অসাধারন চিন্তা ভাবনা। সত্যি সুন্দর
চেতনা। আন্তরিক ধন্যবাদ।

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৩

জি এম আশরাফুল বলেছেন: ফরিদ উদ্দিন আহম্মদ চিশতীর রচিত রচনাবলী থেকে এ অধম শুধু প্রকাশ করে।

৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আধ্যাতিক!!

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৪

জি এম আশরাফুল বলেছেন: ধন্যবাদ ভাইজান।

৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৫৮

محمد فسيح الاسلام বলেছেন: يتم رفض العديد من الصلوات بسبب رائحة رتبة من قلب فاسد، وارتفاع من خلال الكلمات الجميلة. اسمحوا الكلمات تكون خاطئة ولكن معنى الحق. . . .
هذا الكلام المعيب هو أكثر غرابة لله

[Allama Rumi said: Many prayers are declined because of the rank odor of a corrupt heart, rising through the beautiful words. Let the words be wrong but the meaning right. . . . That flawed utterance is dearer to God!]

২৪ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:৫৬

জি এম আশরাফুল বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইজান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.