নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ইয়া আলী মাস্থকলন্দর তোমার কাছে মাওলাইয়াত

০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১২

[৪]
ইয়া আলী মাস্থকলন্দর
তোমার কাছে মাওলাইয়াত
সৃষ্টি তত্ত্বের নিগুঢ় খবর ।।

মাওলা আলী, কুদরত আলী
আহাম্মদ আলী, মোহাম্মদ আলী
আদম আলী, আশরাফ আলী
শেরে খোদা আলী হায়দার ।।

আহাম্মদ আলী নামটি তোমার
তোমার হাতে বেলায়েতের ভার,
মারফত আলী গুপ্ত ভান্ডার
তোমার হাতে সদর দপ্তর ।।

মারিফত আলী, বেলায়েত আলী
শরিয়ত আলী, কিতাব আলী
জাহের আলী, বাতেন আলী
কোরবান আলী, আলী আকবর ।।

ফকির আলী, সাধন আলী
হো-আলী, হক আলী
বু-আলী শাহাজালালী
শাহান শাহ মাস্থকলন্দর ।।

ফরিদে কয় মাওলা আলী
মনের পর্দা দাওগো খুলি
জপি তোমার নামাবলী
ইয়া আলী মাস্থকলদর
রংগু শাহ মাস্থকলদর ।।

তারিখঃ ০৭/০৮/১৯৮৩ খৃঃ

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:১৮

আটলান্টিক বলেছেন: প্রথম হইলাম নাকি?

২| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আলি আলি দম আলি আলি
ইয়া মাওলা আলী মদদকুন

অনেক ধন্যবাদ দারুন সব সংগ্রহ শেয়ারে
+++

৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩১

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ অআলীকে নিয়ে লেখার জন্য


কেয়া শানে আহম্মদীকা চামনমে জহুর হ্যায়
হর গুলমে হর সাজমে মোহাম্মদকা নূর হ্যায়
আলী যেইছা দরবার নেহী
মুহাম্মদ যেইছা সরকার নেহি
হাছেন হোসেন যিন্‌কা পেয়ার নেহি
হাজারো মোমেন লাখো লাখো বরছ
এবাদত কঁরে ঈমানে কামেল নেহি,
মিলাতো আলী য্যায়ছা মোর্শেদ মিলগিয়া
মোর্শেদ যব মিলগিয়াতো রাছুল মিলগিয়া
রাছুল যব মিল্‌গিয়া তো খোদে খোদা মিল্‌গিয়া
ছাল্লে আলাইকা ইয়া রাছুলিল্লাহ্


৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ রাত ১০:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ আলীকে নিয়ে লেখার জন্য।



কেয়া শানে আহম্মদীকা চামনমে জহুর হ্যায়
হর গুলমে হর সাজমে মোহাম্মদকা নূর হ্যায়
আলী যেইছা দরবার নেহী
মুহাম্মদ যেইছা সরকার নেহি
হাছেন হোসেন যিন্‌কা পেয়ার নেহি
হাজারো মোমেন লাখো লাখো বরছ
এবাদত কঁরে ঈমানে কামেল নেহি,
মিলাতো আলী য্যায়ছা মোর্শেদ মিলগিয়া
মোর্শেদ যব মিলগিয়াতো রাছুল মিলগিয়া
রাছুল যব মিল্‌গিয়া তো খোদে খোদা মিল্‌গিয়া
ছাল্লে আলাইকা ইয়া রাছুলিল্লাহ্ ।


৫| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ১:৪৬

কানিজ রিনা বলেছেন: জিএম আশরাফুল ডাঃএমএ আলি, বিদ্রোহী
ভৃগু,আলি মওলা নাম শুনে যার এত প্রেম
জাগে চোখে আনে এত জল। তিনি নবীর
বংশ মব্বতের জামাতা তিনি স্ত্রী হযরত ফাদেমা
রাঃ সন্তান সহ জীবন দিয়ে হযরত মোহাঃ সঃ
ইসলাম রক্ষা করে গেছেন।

জাহেরী আলি বাতেনী আলি
মারফতে আলি শরীয়তে আলি
বেলায়েতে আলি হক আলি
নুসরাত ফতে আলির গজল
শুনে ছিলাম। অসম্ভব সুন্দর
লাগা রেখে গেলাম। ধন্যবাদ।

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

লোনার বলেছেন: নাউযুবিল্লাহ্! আল্লাহ্ আমাদের এই ধরণের শিরক থেকে রক্ষা করুণ!

إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ


‘নিশ্চয় আমি নিবিষ্ট করেছি আমার চেহারা একনিষ্ঠভাবে তাঁর জন্য, যিনি আসমানসমূহ ও যমীন সৃষ্টি করেছেন। আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই’। (কুর'আন,৬:৭৯)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ৥ লোনার আরেহ ভায়া অত সহজেই নাউযুবিল্লাহ্! বলেন কেন? আগেতো পূর্ণ জ্ঞান নিয়ে নেন!

শিরক আর ফানার তফাৎটুকু বুঝে নেন! আর শিরককারী হল আল্লাহকে অস্বীকার করে যারা নিজেদেরে আল্লাহর সমকক্ষ ভাবে, দাবী করে এবং তার উপর অটল থাকে। যেমন ফেরাউন!
এটা অহমিকায় চ্যালেঞ্জ ছুড়ে কতৃত্ব দাবী করা!
ফানা হল সকল স্বীকার করে তার প্রেমে নিজেকে মূল স্বত্ত্বায় বিলীন করে দেয়ার নিয়াত। আর ফানার পথ চেনায় সিরাতুল মুস্তাকিমগণ। মাওলা আলীর চেয়ে মুস্তাকিম কে হতে পারে? যার ব্যাপারে খোদ রাসুল সা: স্বাক্ষ্য দিয়েছেন- মান কুনতু মাওলা ওয়া হাজার আলিউন মাওলা।
এখন আবার রাসূল নিজেরে মাওলা বলছেন বইলা নাউজুবিল্লাহ পড়া শুরু কইরেন না ;)

ফানা ফিস শায়েখ, ফানা ফির রাসুল, ফানা ফিল্লাহ কথাগুলো কি শোনেনি? না বোঝেন নি?

ফানাতে সৃষ্টি স্রষ্টাতে বিলীন হয়ে যায়! যে বিলীন হওয়ার স্বীকৃতি আল্লাহ কোরআনেই দিয়েছেন।
আর বান্দার মাঝেই আল্লাহর প্রকাশ তাতো কলেমারই অংশ- আর বান্দার মধ্যে সেরার সেরা মওলা আলী
তার প্রতি ভক্তি প্রেম আর ভালবাসা অসীম রাখার তাগিদ কোরআনেই আছে
*পবিত্র কোরআনের আলোকে সকল মুসলমানদের কে ওলি আওলিয়ার সাথে থাকার নির্দেশ:
# কুরআন হাদীসে পীর মুরিদীর প্রমাণঃ-
আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-
يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ
অনুবাদ-হে মুমিনরা! আল্লাহকে ভয় কর, আর সৎকর্মপরায়নশীলদের সাথে থাক। {সূরা তাওবা-১১৯)
এ আয়াতে কারীমায় সুষ্পষ্টভাবে বুযুর্গদের সাহচর্যে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ
অনুবাদ- আমাদের সরল সঠিক পথ [সীরাতে মুস্তাকিম] দেখাও। তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ। {সূরা ফাতিহা-৬,৭}
সূরায়ে ফাতিহায় মহান রাব্বুল আলামীন তাঁর নিয়ামাতপ্রাপ্ত বান্দারা যে পথে চলেছেন সেটাকে সাব্যস্ত করেছেন সীরাতে মুস্তাকিম।
আর তার নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন-
الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ
অনুবাদ-যাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তারা হল নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, ও নেককার বান্দাগণ। {সূরা নিসা-৬৯} ১) হে মুমিনগণ!
তোমরা অনুস্মরণ কর, আল্লাহ্ পাক এর, তাঁর রাসুল পাক (সাঃ) এর এবং তোমাদের মধ্যে যারা ধর্মীয় নেতা ।
(সুরাঃ নিসা, আয়াতঃ ৫৯) ।
২) স্মরণ কর! সেই দিনকে যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে তাঁদের (ইমাম) নেতা সহ আহ্বান করব ।
(বনি ইসরাইল, আয়াতঃ ৭১ )।
৩) মুমিন পুরুষ ও মুমিনা মেয়েলোকের ভিতর হতে কতেক কতেকের বন্ধু ।
(সুরাঃ তাওবাহ, আয়াতঃ ৭১) ।
৪) তোমাদের মধ্যে এমন একদল লোক যারা কল্যাণের দিকে আহ্বান করবে ।
(সুরাঃ আল-ইমরান, আয়াতঃ ৭১) ।
৫) অনুস্মরণ কর তাঁদের যারা তোমাদের নিকট কোন প্রতিদান চাহে না, এবং যারা সৎ পথ প্রাপ্ত ।
(সুরাঃ ইমায়িন, আয়াতঃ ২১) ।
৬) যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখি হয়েছে তাঁর পথ অনুস্মরণ কর
সুরাঃ লোকমান, আয়াতঃ ১৫।
৭) জিকির সম্বন্ধে তোমাদের জানা না থাকলে জিনি জানেন তাঁর নিকট হতে জেনে নাও ।
(সুরাঃ আম্বিয়া, আয়াতঃ ৭)।
৮) হে মুমিনগণ! তোমরা আল্লাহকে ভয় কর এবং (ছাদেকিন) সত্যবাদী গণের সঙ্গী হয়ে যাও ।
(সুরাঃ তাওবাহ, আয়াতঃ ১১৯) ।
৯) নিশ্চয়ই আল্লাহ্ পাকের রহমত (মুহসিনিন) আউলিয়া কিরামগনের নিকটবর্তী ।
(সুরাঃ আরাফ, আয়াতঃ ৫৬) ।
১০) আল্লাহ্ যাকে সৎপথে পরিচালিত করেন, সে সৎপথ প্রাপ্ত হয় এবং তিনি (আল্লাহ্) যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনো তাঁর জন্য কোন পথপ্রদর্শনকারী (অলি-মুরশিদ) পাবে না ।
(সুরাঃ কাহাফ, আয়াতঃ ১৭) ।
১১) সাবধান! নিশ্চয়ই আল্লাহ্ অলিগণের কোন ভয় নেই, এবং তারা কোন বিষয় এ চিন্তিতও নহে । তাঁদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখেরাতে, আল্লাহ্র কথার কোন পরিবর্তন হয় না, উহাই মহা সাফল্য ।
(সুরাঃ ইউনুছ, আয়াতঃ ৬২-৬৪) ।
১২) হে মুমিনগণ! তোমরা আল্লাহ্ পাককে ভয় কর, এবং তাকে পাবার জন্য (নৈকট্য লাভের) অছিলা তালাশ কর । –
(সুরাঃ মায়েদা, আয়াতঃ ৩৫) ।
এ আয়াত একথাই প্রমাণ করছে যে, নিয়ামতপ্রাপ্ত বান্দা হলেন নবীগণ, সিদ্দীকগণ, শহীদগণ, আর নেককারগণ, আর তাদের পথই সরল সঠিক তথা সীরাতে মুস্তাকিম। অর্থাৎ তাদের অনুসরণ করলেই সীরাতে মুস্তাকিমের উপর চলা হয়ে যাবে।

তাই জানা থাকলে সবাইকে জানান। না জানা থাকলে জানার চেষ্টা করেন। নয়তো নিরব থাকেন।

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৮:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: সংশোধন - মান কুনতু মাওলা ওয়া হাজার আলিউন মাওলা। = মান কুনতু মাওলা ওয়া হাজান আলিউন মাওলা।
টাইপোর জন্য দু:খিত

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

ডঃ এম এ আলী বলেছেন:
উপরের ৭ নং মম্তব্যের ঘরে বিদ্রোহী ভৃগুর মহামুল্যবান মন্তব্যটির প্রতি রইল শ্রদ্ধা ও তাঁর প্রতি ধন্যবাদ ।
তিনি খুব সুন্দর করে কোরানের আয়াতের উদ্ধৃতি দিয়ে বিষয়গুলিকে পরিস্কার ভাবে তুলে ধরেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.