নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মাওলাজীর লীলা বুঝা দায় রে

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১১:৫৭

[৩৭]
মাওলাজীর লীলা বুঝা দায় রে
মাটির দুনিয়ায় -২ ।।

মনরে-
কেহ আছে ধনের আশে
কেহ ঘুরে পাগল বেশে
আবার কেহ বৃথা কাল কাটায় ।
কেহ হাসে কেহ কাঁদে
কেহ আছে মরণ ফাঁদে
কেহ ভাবে কি হবে উপায় ।।

মনরে-
কারো অভাব ধনে জনে
কার ব্যথা প্রাণ গহনে
আবার কেহ প্রেমের তরী বায় ।
জীবন মরণের খেলা
এ ধরণীর নিত্য মেলা
কেহ আসে কেহ চলে যায় ।।

মনরে-
কি এক আশ্চর্য খেলা
ডুবলে বেলা পড়ে তালা
ভবের মেলা সাঙ্গ হয়ে যায় ।
ভেবে পাগল ফরিদে কয়
সৃষ্টি তার রহস্যময়
খেলছে খেলা বিচিত্র লীলায় ।।

তাং ১২/০৯/৭১খ্রিঃ
কাঁটাল বাগান, ঢাকা।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১২:০৯

আকিব হাসান জাভেদ বলেছেন: দয়াল এ কি ভূবন গড়লে তুমি
সবাই ভাবে সবার তরে
নেয় না কেউ কারো খবর।

২| ২০ শে আগস্ট, ২০১৮ ভোর ৬:৪৭

স্রাঞ্জি সে বলেছেন:


চমৎকার।

৩| ২০ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:৩১

রাজীব নুর বলেছেন: চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.