নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

আমি জ্বলে পুড়ে হলাম হুতাশন

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৬

[৩৯]
আমি জ্বলে পুড়ে হলাম হুতাশন
প্রাণ বন্ধুরে -
তুমি বিনে কে আছে আপন ।।

বন্ধুরে –
জন্ম হতে আজ অবধি
ভুল করেছি নিরবধি
কখন জানি হয় আমার মরণ ।
আমি পার হতে চাই ভব নদী
তাই তোমারে ডাকি বিধি
ডাক শোননি ওহে নিরাঞ্জন ।।

বন্ধুরে –
পড়ে এই মায়ার জালে
ছাই হইলাম প্রমানলে
না পেলাম তোমার দরশন ।
তোমার দেয়া উপহার
করলাম বন্ধু চুরমার
হারাইলাম তোমার যত ধন ।।

বন্ধুরে –
আমি ঘুরি তোমার আশে
তুমি আছ আমার পাশে
তবু কেন পাইনা তোমার মন ।
কাঁদি আমি দিবা নিশি
তোমায় আমি ভালবাসি
করেছিলে আমার সাথে পণ ।।

বন্ধুরে –
আমি কি করিব কোথায় যাব
কত জালা প্রাণে সইবো
বিধির লেখা যায়না রে খণ্ডন ।
দীনহীন ফরিদে কয়
আরত তো জ্বালা নাহি সয়
চাই আমি তোমার দুই চরণ ।।

তাং ০৮/০৯/৬৮খ্রিঃ
পলাশী, ঢাকা।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ভালো হইছে। তবে ছবিটি কেমন যেনো। বুঝলাম না

কবিতাটি ভালো লেগেছে ।।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

জি এম আশরাফুল বলেছেন: অনেক ধন্যবাদ।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৪

রাজীব নুর বলেছেন: বিবেক জিনিসটা ঠিক কী? ইংরাজিতে বলে, কনশ্যেন্স, সেটারও স্পষ্ট কোনও সংজ্ঞা নেই। মানুষে-মানুষে কি এই বিবেক বোধ আলাদা হতে পারে?

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৮

জি এম আশরাফুল বলেছেন: সব মানুষ কি সমান জ্ঞানের অধিকারী হতে পারে!

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০১

ফেনা বলেছেন: বাহ!!! বেশ ভাল হয়ছে। আপনার চিন্তায় বেশ গভীরতা আছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:০৯

জি এম আশরাফুল বলেছেন: অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.