নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

মরণ মরণ কররে মন

২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:১৬

[৪১]
মরণ মরণ কররে মন
মরণ নয় তোর শেষ ক্রিয়া
চুরাশি লাখেরই বাজার
মরতে হবে ঘুরিয়া ।।

মরলে যদি শেষ হয়ে যায়
ভয় আশা কেন মন আঙ্গিনায়
লোভ লালসা কর্ম ধারায়
ধর্ম গেছে ছাড়িয়া ।।

মামুষ মরলে আর আসে না
মনে নাই যার কাম বাসনা
ভাবে না মরার ভাবনা
আছে রূপ নিহারে মজিয়া ।।

শেষ হয়ে যায় প্রেমের মরা
বন্ধুর প্রেমে মজলো যারা
হিসাব নিকাশ সর্ব ছাড়া
এক হয়ে যায় মিশিয়া ।।

জন্ম মরণ আসা যাওয়া
কর্ম ধারা ভবের খেয়া
ফরিদ না হলে পাড়ে যাওয়া
মরা উঠবে ভাসিয়া ।।

তাং ২৮/০৫/৮৩খ্রিঃ
মনিপুর, মিরপুর, ঢাকা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন:
এক ভুবনে হুশ উড়ে যায়
রাখবে কে চুরাশির খবর
প্রাণ বায়ু যাবার সময়
হায় হায় মন নিরন্তর।

মুক্তি কি কারে বলে
ভাবলো না কেউ একালে
কি করে মিলবে মুক্তি
বাসনার লেজ না খসালে?

ধর্ম নামে পোষাক লয়ে
চলছে ভীষম টানাটানি
আপনা ভুলে কাফের খোঁজে
কর্মে নাই এক কানি!

ভৃগু বলে যাও ভুলে
ইয়া নাফছি কর মন
যে যায় চায় করে করুক
তুমি খোঁজ আপনা ধন।

দয়াল ভরসা মনে
দিলাম পারি চুরাশি
অবসানে আগম নিগম
যেন হাসি মুক্তি হাসি। :)

++++++


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.