নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

৪৭। তারে ভাবিস না দুরে

১৯ শে এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৮

৪৭।
তারে ভাবিসনে আর দুরে,
দয়াল মুর্শিদ আছেরে তোর
হৃদ মন্দিরের অন্তপুরে।।

যার ইচ্ছায় বিশ্ব সংসার
এক পলকে ঘুরে,
সে যে রে তোর অতি কাছে
মিছে খোঁজ দূরে দূরে।।

বিশ্বাস, ভক্তি, নামাজ, রোজা
বান্ধ প্রেম ডোরে
জন্ম মরণ যাবে ঘুচে
মুর্শিদ যদি কৃপা করে।।

লজ্জা, ঘৃণা, ভয় থাকিলে
কেমনে যাবি পাড়ে
অকুলের কান্ডারী মুর্শিদ
আছে ভক্তের হৃদয় জুড়ে।।

দেহ মন কর অর্পণ
আত্মাহিয়াতুর ভিতরে
ছালাত মেরাজ আল্লার বাণী
চেয়ে দেখ রূপ নেহারে।।

তারিখঃ ১০/০৫/৮৪ খৃঃ
মনিপু, মিরপর, ঢাক।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:০৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয গুরু

গতকাল দয়াল স্মরেন লিখেছিলাম ক'চরণ....

ও মুর্শিদ....

থেকোনা দূরে চোখ জলে ভরে,
সয়না বিরহ অন্তর পোড়ে ;
ও দয়াল কর দয়া, স্বপনে দাও দেখা,
কান্দাইওনা আর আমারে হে রহমানু রহিম।।

তুমি পরম প্রিয়তম, দয়ার ভান্ডার
দয়া করো দয়া করো থেকোনা দূরে আর;
ও খাজা দয়ার রাজা, দোহাই মুর্শিদ মর্তুজা
নাও কোলে তুলে নাও, তুমি -দয়াল পরম।

২| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

৩| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৬:৪২

অতঃপর মহাশূন্য বলেছেন: ল্পটা সুন্দর ছিলো। আমরা যারা ব্রেকাপ এর পরে ভেঙে পরি তাদের জন্য আমার লেখা ব্রেকাপের পরে জীবন কেমন কাটে এবং ব্রেকাপের পরের সময়ে নিজেটে সামাল দিবেন কিভাবে। জানুন। পড়ুন আশা করি কাজে আসবে। ধন্যবাদ।

৪| ১৯ শে এপ্রিল, ২০২০ সন্ধ্যা ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: সুন্দর বলেছেন ভাই। যার ইচ্চায় বিশ্ব সংসার সৃষ্টি তাকে কেন আমরা দূরে খুজি।

৫| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৮:০৯

সাইন বোর্ড বলেছেন: এবার সুর দিয়ে রেকর্ডিং করে ফেলুন, মন্দ হবেনা ।

৬| ১৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৩

নেওয়াজ আলি বলেছেন: ।মনোরম লেখনী ।

৭| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৫

জি এম আশরাফুল বলেছেন: অনেক সুন্দর লাগছে দাদা, দোয়া রইল।

৮| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২১

জি এম আশরাফুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৯| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:৩০

জি এম আশরাফুল বলেছেন: দয়াল যেন কৃপা করেন আপনার উপর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.