নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

চল যায় মন গুরুমেলা

২০ শে এপ্রিল, ২০২০ সকাল ১১:৫৯

৪৮।
চল যায় মন গুরুমেলা,
গুরু মেলা কদম তলা
ব্রহ্মাণ্ড জুড়িয়া খেল।।

গুরু মেলা নয় সামান্য
রসিক জনা রসে ধন্য,
কারো পাপ কারো পূণ্য
যার যেমন কর্ম পালা।।

মেলায় কেহ করে রঙ্গ ঢঙ্গ
কেউবা কারো করে ব্যঙ্গ,
কেউ করে সাধু সঙ্গ
পেতে গুরুর চরণ ধুলা।।

রাজ্জাক আমার গুনধর ভাই
দেলোয়ার তোমাকে শুধাই
কত রঙ্গে খেলছেন সাঁই
কারো জ্বালা, কেউ পায় মালা।।

ফরিদের অবাধ্য মন
গুরুর চরণ অমূল্য ধন
বিলিয়ে দাও এই জীবন
একিন বৃক্ষ কদম তলা।।

তারিখঃ ২১/১২/৭৯ খ্রঃ
মনিপু, মিরপু, ঢাক।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১২:৫৭

নেওয়াজ আলি বলেছেন: পাঞ্জল শব্দ

২| ২০ শে এপ্রিল, ২০২০ দুপুর ১:৫১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কিছু মনে করবেন না। আপনিতো গুরুবাদকেই প্রশ্নের মূখে ফেলে দিচ্ছেন!!!

গুরুবাদীরা হয় বিনয়ী, ভদ্র, অনুস্মরনীয়
ব্লগিং এর ভব্যতা্ও তাই।
আপনার বিগত ৫ টি পোষ্ট পর্যবেক্ষন করলাম- আপনি কোন মন্তব্যেরই উত্তর দেন না।!!!!
এটা যেমন ব্লগিং ভব্যতার খিলাফ, তেমনি গুরুবাদী লোকদের আচরনেরও বাহিরে।

পারষ্পারিক মিথস্ক্রিয়ার অন্যতম চিহ্ন হলো মন্তব্য প্রতিমন্তব্য।
আর যদি মন্তব্য করতে ইচ্ছে না করে- মন্তব্য অপশন বন্ধ করে রাখুন। সে এক ভাল
বারবার আপনার মতামত জানতে ক্লিক করতে হবে না। ;)

ভাল থাকুন। হ্যাপ্পি ব্লগিং :)

৩| ২০ শে এপ্রিল, ২০২০ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:১৭

জি এম আশরাফুল বলেছেন: অনেক ধন্যবাদ ভাই

৫| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৩

জি এম আশরাফুল বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত ভাই সময় মতো উত্তর দিতে না পেরে

৬| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ৯:২৭

জি এম আশরাফুল বলেছেন: আমি অত্যন্ত দুঃখিত ভাই সময় মতো উত্তর দিতে না পেরে, অনেক ধন্যবাদ পোস্ট পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.