নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

ফরিদ উদ্দিন আহমদ চিশতী ( ফরিদশাহ )

২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:১৪

৫৩।
গুরুর বাড়ি নেত্রকোনা
আমার বাড়ী মনিপুর,
দুই জনে বাড়িয়ে পিরীত
এক তারে বাজিল সুর।।

মনিপুরে নামের চাবি
নেত্রকোনায় আঁকলে ছবি
তবেই প্রাতে উঠবে রবি
নইলে অন্ধ ঘোর।।

প্রেম রাজ্যে মন মহাজন
মনে মনে হইলে একমন
মন দিলে পাই গুরুমন
নইলে বহুদূর।।

গুরুপদ জ্বলন্ত চুলা
জ্বালার উপর সইলে জ্বালা
তবেই হবে প্রাণ উজালা
বাজবে প্রেমসুর।।

দেহ ভরে ধন আর জনে
আত্মা ভরে রূপ দর্শনে

নামের ছবি ধ্যান গুণে
সামনে কাবা তোর।।

ভাবাবেগে প্রাণের টানে
উদয় হবে হৃদয় কোণে
তালাশ কর যোগ সাধনে
কোথায় ফরিদপুর।।

তারিখঃ ২৪/১১/৮১ খৃঃ
পাইকপাড়া, মিরপুর, ঢাকা।।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:২৫

নেওয়াজ আলি বলেছেন: পরিপাটি লেখা ।

২| ২৩ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫২

প্রেক্ষা বলেছেন: লেখাটি মনে হয় ভুলে দুইবার পোস্ট হয়েছে,একটা ডিলেট করে দেন।
সুন্দর লেখা,ভালোই লাগলো

৩| ২৪ শে এপ্রিল, ২০২০ রাত ১:৫১

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৪| ২৪ শে এপ্রিল, ২০২০ সকাল ৯:২১

জি এম আশরাফুল বলেছেন: সঠিক বলেছেন ভাই, যেখানে উত্তর লিখছি নীচে চলে যাচ্ছে কে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.