নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহ্‌ মহান

জি এম আশরাফুল

গীতিকার, বাংলাদেশ টেলিভিশন।

জি এম আশরাফুল › বিস্তারিত পোস্টঃ

নবীগঞ্জে কদম রসূল

১৪ ই জুলাই, ২০২১ রাত ৯:৫৬

[বাষট্টি]
নবীগঞ্জে কদম রসূল
-- শাহ সুফি ফরিদ উদ্দিন আহম্মদ চিশতী [মাঃআঃ]

নবীগঞ্জে কদম রসূল
আছে সােনার মদিনা
সােনার গাঁও রাজধানী ছিল
সােনার বাংলার সূচনা ॥

সােনার গাঁয়ের পশ্চিম ধারে
শীতলক্ষার পূর্ব পাড়ে
নবীগঞ্জ মােকাম ধরে
কদম রসূল নিশানা ॥

ডানেতে রয় কাবার ছবি
বামেতে মােহাম্মদ রবি
মধ্যখানে কদম নবী
দেখলে জুড়ায় প্রাণখানা ॥

নূর মােহাম্মদ গঠনকারী
এক অলি আছে গেট প্রহরী
পূর্ব ধারে মাইজ ভান্ডারী
প্রেম করে বেচাকিনা ।।

রবিউল আউয়াল মাসে
প্রেমের একটি মেলা বসে
কেউ কাঁদে, কেউবা হাসে
কেউ চুমায় কদমখানা ॥

শােন বলি ভাই জমসের আলী
ঐ কদমে হলে বলি
ফরিদে কয় দলাদলি
থাকে না কাম ভাবনা ॥

তারিখঃ ১৮/১২/৮৩ খৃঃ
গােদনাইল, নারায়নগঞ্জ, ঢাকা ।
[আত্ম জাগরণ ২য় খন্ড]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.