নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশাবাদীর দিনপঞ্জিকা

আমি নৈরাশ্যবাদী, হতে চাই আশাবাদী। স্বপ্ন দেখি নতুন বিশ্বের সোনার বাংলাদেশের। কিন্তু প্রতিনিয়ত সেই স্বপ্ন ভেঙ্গে বাস্তবতায় ফিরে আসি, তবুও স্বপ্ন দেখতে ভালোবাসি

আশাবাদী!!

কি আর লিখব। ব্লগের লেখার মাধ্যমেই জানতে পারবেন ধীরে ধীরে

আশাবাদী!! › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছাসেবক প্রয়োজন

১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪২

বাংলাদেশ লিনাক্স ইউজারস্ এলায়েন্স বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা লিনাক্স অনুরাগীদের একটি সংঘ যারা বাংলাদেশে ওপেনসোর্স ও লিনাক্স প্রচারের জন্য কাজ করে যাচ্ছে।



তবে স্বেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এই অবস্থায় বিএলইউএ তাদের স্বেচ্ছাসেবকদের কয়েকটি ভাগে ভাগ করে নিয়েছে যাতে যার যে বিষয়ে অভিজ্ঞতা আছে কাজ করতে পারেন।



দলগুলোর মধ্যে রয়েছে:



১) ডকুমেন্টেশন দল

দায়িত্ব: বিভিন্ন ব্লগ/সাইটে অথবা লিফলেটের জন্য বিভিন্ন লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক টিউটোরিয়াল, খবর লেখা



২) অনুবাদক দল

দায়িত্ব: বিভিন্ন খবর বা বিভিন্ন প্রজেক্টের লেখা/টিউটোরিয়াল অথবা কোন সফটওয়্যার বাংলায় রূপান্তর



৩) গ্রাফিক্স দল

দায়িত্ব: বিভিন্ন পোস্টার, লিফলেট, হ্যান্ডআউট, লেখা, প্রস্পেক্টাসের ডিজাইন তৈরি



৪) সাপোর্ট দল

দায়িত্ব: বিভিন্ন ফোরাম, সাইট, মেইলিং লিস্ট, আইআরসিতে সাপোর্ট প্রদান সেই সাথে অফলাইন সাপোর্ট নিশ্চিত করা



৫) মার্কেটিং ও ফিল্ড টিম

দায়িত্ব: বিভিন্ন স্থানকে কয়েকটি বেসে ভাগ করে লিনাক্স/ওপেনসোর্স বিষয়ক মেটারিয়াল (যেমন সিডি/ডিভিডি, লিফলেট, টিউটোরিয়াল, মার্কেন্ডাইজ) বিতরণ, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ রক্ষা, স্পন্সার সংগ্রহ, পোস্টার/লিফলেট ছাপানো ইত্যাদি দেখবে।



৬) ডেভেলপমেন্ট দল

দায়িত্ব: ওয়েব সাইট ম্যানেজমেন্ট ও rbl প্রজেক্ট দেখবে।





যদি কেউ উল্লেখিত কোন দলে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তাহলে অনুগ্রহপূর্বক জানাবেন এতে স্বেচ্ছাসেবকদের এক স্থানে আনা যাবে এবং কাজে সমন্বয়ের মাধ্যমে গতি আনা সম্ভব হবে।

মন্তব্য ১৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৪৬

নাজিরুল হক বলেছেন: ভালো উদ্ধোগ।

দেশে থাকলে আমিও থাকতাম আপনাদের সাথে।

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২২

আশাবাদী!! বলেছেন: নাজির ভাই আসলে দেশে থাকারও প্রয়োজন নেই।

যেমন ধরুন ডকুমেন্টেশন টিম, লোকালাইজেশন টিম, গ্রাফিক্স টিম, ডেভেলপমেন্ট টিম অথবা সাপোর্ট টিম এগুলোর কোনটারই জন্য স্বশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই।

অনলাইনে বসেই আপনি যেকোন স্থান থেকে কাজ করতে পারেন।

২| ১৯ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১১:৫৯

নিঃসঙ্গ বলেছেন: ভালো উদ্ধোগ আশাবাদী ভাই :)

৩| ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:১৫

শেরিফ আল সায়ার বলেছেন: ১) ডকুমেন্টেশন দল
অথবা
২) অনুবাদক দল

এই দুইটির যে কোনো একটিতে কাজ করতে ইচ্ছুক। কিভাবে যোগাযোগ করবো?

২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১২:২৪

আশাবাদী!! বলেছেন: shahriar[এ্যাট]linux[ডট]org[ডট]bd

৪| ২০ শে ডিসেম্বর, ২০০৮ রাত ১:৪০

ওয়ার হিরো বলেছেন: সাপোর্ট অথবা মার্কেটিং এন্ড ফিল্ড টিমের যেকোন একটাতে কাজ করতে চাই।
কিভাবে কি করমু??

২০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩

আশাবাদী!! বলেছেন: ==>সাপোর্ট টিমের কাজ হচ্ছে
১) forum.linux.org.bd অথবা forum.amaderprojukti.com/

এই দুই জায়গায় মানুষের লিনাক্স সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া।

২) এছাড়াও আপনি ব্যক্তিগতভাবে যে কাউকে সাহায্য করতে পারেন।


==>মার্কেটিং টিমের কাজ হচ্ছে
১) আপনি বিভিন্ন মেটারিয়াল সংগ্রহ করবেন উবুন্টু মার্কেটিং উইকি থেকে, এরপর বিভিন্ন বন্ধু বান্ধব, স্কুল কলেজে লিনাক্স ও ওপেনসোর্স সম্পর্কে সচেতনতা তৈরি করবেন।

২) আর হয়তো বিভিন্ন অফিসে বা ভার্সিটিতে যেতে হবে লিনাক্স ও ওপেনসোর্স বিষয়ক ওয়ার্কশপ করার জন্য।

৩) তাছাড়া স্পন্সর যোগাড়ের বিষয়ও আছে।

অনুগ্রহ করে আমাকে ইমেইল করে আপনার বিস্তারিত জানান।
আগামী সপ্তাহের মধ্যে একটি স্বেচ্ছাসেবক মিটিং করার ইচ্ছা আছে।

আপনি উবুন্টু বাংলাদেশ মেইলিং লিস্ট

Click This Link

অথবা

ফেডোরা বাংলাদেশ মেইলিং লিস্টে যোগদান করতে পারেন।
Click This Link

এই দুই স্থানেই বেশিরভাগ আপডেট পাবেন।

৫| ২০ শে ডিসেম্বর, ২০০৮ বিকাল ৩:১০

...অসমাপ্ত বলেছেন: বাহ... চমৎকার উদ্দোগ....

চাপাবাজী ছাড়া তো নিজের কোন গুন দেখি না।

১) ডকুমেন্টেশন দলে কাজ করতে ইচ্ছুক।

২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:০৬

আশাবাদী!! বলেছেন: ভাইয়েরা আপনারা ইমেইল করে জানান

১) আপনার কোন লিনাক্স ব্যবহার করছেন

২) বর্তমানে লিনাক্স ব্যবহার না করলে পূর্বে কোন লিনাক্স ডিস্ট্রো ব্যবহার করেছেন?

৩) লিনাক্স সম্পর্কে আপনার জ্ঞান কিরকম? সামান্য, মাঝারী, অভিজ্ঞ

৪) যদি লিনাক্স ব্যবহার না করে থাকেন তাহলে উইন্ডোজেই কোন ওপেনসোর্স সফটওয়্যার ব্যবহার করছেন?

৫) যদি লিনাক্স অথবা ওপেনসোর্স সফটওয়্যার কোনটাই ব্যবহারের অভিজ্ঞতা না থাকে তাহলে লিনাক্স এবং ওপেনসোর্স সম্পর্কে আপনার ধারণা কেমন আছে?


এতে আপনাদের সম্পর্কে আমরাও ভালো জানতে পারবোনে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:০১

পাপী বলেছেন: ডকুমেন্টেশন / এডভার্টাইজিং এ আছি। ব্যবহারিক লিনাক্সে আমার জ্ঞান সামান্য কিন্তু ভালোবাসা অনেক। থিওরিটিক্যালি অল্প বেশী জানি।
[email protected]

৭| ২১ শে ডিসেম্বর, ২০০৮ রাত ৮:৩০

টেকনো বলেছেন: আমি ১,২, ৪ এর সাথে আছি।
চেষ্টা করবো যথাসাধ্য।

৮| ২২ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৬

কৌশিক বলেছেন: আমি আছি। তবে শিক্ষার্থী হিসাবে।

৯| ২২ শে ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১১

নাজিরুল হক বলেছেন: তাহলে আমি ১ নাম্বার ও ৫ নাম্বারের সাথে আছি। যদিও আমি নতুন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৫

মাইনাস এইটিন_পন্ডিত বলেছেন: অনেকদিন পর এই পোষ্ট চোখে পড়লো। আমিও কাজ করতে আগ্রহী। তবে কিছু প্রশ্ন ছিল। বিস্তারিত আলোচনার জন্য সম্ভবত মেসেঞ্জার অথবা মেইল ভালো হবে। ইয়াহুতে minus18_pundit আইডিতে নক করলে খুশি হবো।
অপেক্ষায় থাকলাম।

২৯ শে জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৫

আশাবাদী!! বলেছেন: ভাই কিছুদিন দৌড়ের উপর আছি। দৌড়ানো শেষ হলে বিশ্রাম নেয়ার সময় আপনার সাথে কথা বলবো।

তবে যেকোন সময়ে ইমেইল করতে পারেন আমাকে
shahriar[এ্যাট]linux[ডট]org[ডট]bd

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.