নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জেরিন আশা

জেরিন আশা › বিস্তারিত পোস্টঃ

নারী দিবস নিয়ে একান্ত অনুভূতি

০৮ ই মার্চ, ২০১১ রাত ১০:৩৭

আজ বিশ্ব নারী দিবস।যদিও এই দিনটি আমাকে খুব বেশী নাড়া দেয় না কখনো,কিন্তু আমার প্রথম লেখাটি এই নারী দিবস নিয়ে লিখছি।কারণ মেয়েদের অধিকারের পক্ষে আওয়াজ তোলার জন্য হয়ত আজকের দিনটি ভাল।আজ হয়ত এই দিবসের জন্য সবাই একটু হলেও মেয়েদের অধিকারের কথা মাথায় আনবেন।জন্মের পর থেকেই আমার পরিবার পরিজনদের কাছ থেকে জেনেছি যে ছেলে আর মেয়েদের মাঝে কোন ভেদাভেদ নেই।সবার ই সমান অধিকার ।কিন্তু আস্তে আস্তে যখন বেড়ে উঠছিলাম তখন বুঝতে পারলাম কথাটা হয়ত ঠিক নয়।আমার ছোট ভাই যখন খুশি বাইরে যেতে পা্রে, আমি পারিনা।আমি বাইরে গেলে বাবা মা সব সময় ই দুশ্চিন্তায় থাকেন,আমার ভাই এর বেলায় তা হয় না।আস্তে আস্তে আমি এই দুশ্চিন্তার কারণ ও বুঝতে পারলাম।সাধারণত বেশি ভীড় এর জায়গায় যেতাম না আমি।কারণ খুব ছোট বেলায় ই এটা বুঝে গেলাম যে ভীড় এ গেলে বা অসাবধান হয়ে হাঁটতে গেলে লোকেরা আমার গায়ে হাত দিবেই।প্রথম প্রথম অবাক হতাম, কষ্ট পেতাম,হয়ত বাসায় বালিশে মুখ লুকিয়ে কাঁদতাম।কিন্তু আস্তে আস্তে এতে অভ্যস্ত হয়ে গেলাম। হয়ত মেনে নিলাম যে নিজেকে নিজে প্রোটেক্ট না করে চললে তো এমন হবে ই।এটাও বুঝে গেলাম যে আমি যদি রাস্তায় সবার সামনে এটাতে প্রোটেস্ট করি তাহলে বেশির ভাগ ক্ষেত্রেই আমি কারো সাহায্য পাব না,মানুষ শুধু তাকিয়ে তাকিয়ে মজা দেখবে, হয়ত আমার দিকে ই আঙ্গুল তুলবী।তাই নিজের সম্মান রক্ষার জন্য ই চুপ থাকা শ্রেয়।এটাই হয়ত কারণ যে একজন ধর্ষিতা নিজের সম্মান বাঁচানোর জন্য ই হয়ত বিচারের আশা করতে পারে না।এক নারী দিবসে আম্মু কে জিজ্ঞেস করেছিলাম যে শুধু নারীদের জন্য এ দিবস কেন? ছেলেদের জন্য তো নেই।এটা কি "অন্ধত্ব দিবস" অথবা "পঙ্গু দিবস" এর মত কিছু? আমার আম্মু কাজে ব্যস্ত ছিলেন বলে জবাব দিতে পারেননি।কিন্তু আস্তে আস্তে আমি নিজে নিজেই এর জবাব জবাব খুঁজতে লাগলাম। ছোট বেলা দাদু বাড়ি গিয়ে গ্রামের অনেক গরিব মানুষদের দেখে খুব কষ্ট পেতাম।সেখানে কারো ঘরে মেয়ে জন্মালে সেটা ছিল খুব কষ্টের ব্যাপার।কারণ মেয়েরা পরিবারের অর্থনৈতিক কোন সহায়তা করতে পারে না।বরং বিয়ের সময় নিজের অর্থনৈতিক ভাবে পঙ্গু পরিবার কে আরো পঙ্গু বানিয়ে নিঃশেষ করে চলে যায়।আর বিয়ের পর পরিবার কে সাহায্য করার তো প্রশ্নই অসেনা।সে সুযোগ তারা কোন দিনই পায় না।তখন আমার মনে হল গরিব ঘরে মেয়ে জন্মানো খুব ই কষ্টের ব্যপার।হয়ত ধনী ঘরে জন্মালে অবস্থা এমন হয়না।কিন্তু আস্তে আস্তে এই বিশ্বাসে ও ঘুণ ধরতে লাগল।একজন মেয়ে হিসেবে এটা সত্যিই আমার জন্য খুব কষ্টের।প্রতি বছর এই দিনটি এলেই সবাই নারীদের অধিকার নিয়ে ইয়া বর বর লেকচার দেয়,সভা-সমাবেশ করে,বিশেষ সাময়িকী প্রকাশিত হয়,প্রচার মাধ্যগুলোতে বিভিন্ন অনুষ্ঠান প্রচারিত হয়।কিন্তু আমি অবাক হয়ে দেখি কাজের কাজ যা হবার কথা তা তেমন কিছুই হয় না।মেয়েদের অবস্থানের উন্নতি আমার চোখে পরে না তেমন।আমি আগে যে যে কষ্টের সম্মুখীন হয়েছি,এখনও হই।এখনো মেয়েরা তাদের দুঃখ,কষ্ট,যন্ত্রনা,অপনাম,অবহেলা,নির্যাতনের বেড়াজাল থেকে বের হতে পারেনি।এখনো আসেনি মেয়েদের মুক্তি।তাই সবার কাছে আমার আকুল আবেদন শুধু একটা দিবস হিসেবে এই দিনটি প্লীজ পালন করবেন না,মেয়েদের এগিয়ে আসতে দিন।মেয়েদের অগ্রযাত্রায় বাঁধা না হয়ে তাকে সাহস দিন,এগিয়ে যাবার অনুপ্রেরনা দিন,সভায় গিয়ে বক্তৃতা না দিয়ে নিজের জায়গা থেকেই মেয়েদের প্রতিবন্ধকতা দূর করুন,তাদের নিরাপত্তা নিশ্চিত করুন।মেয়েদের মেয়ে হিসেবে নয়,মানুষ হিসেবে দেখতে চেষ্টা করুন। আর মেয়েদের প্রতি আহ্ববান,আমরা যদি নিজেরা উপরে না উঠতে চাই তাহলে কেউ আমাদের টেনে উপরে তুলবেনা।তাই আমাদের আত্ব শক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যেতে হবে।সব প্রতিবন্ধকতা দূর করতে হবে।এটা প্রমাণ করতে হবে যে আমরাও পারি!আমি ভাল লেখিকা নই।হয়ত আমি আমার কথা সুন্দর ভাবে উপস্থাপন করতে পারিনি।কিন্তু এতে কিছু এসে যায় না।আমি যে নারীদের অবস্থা নিয়ে কিছু লিখতে পেরেছি,তাদের অধিকারের কথা বলতে পেরেছি-এতেই আমি খুশি।অবশেষে এটাই বলতে চাই যে সব নারীর আজ এই শ্লোগান হউয়া উচিত-

অধিকার অধিকার,নারীদের অধিকার

সমভাগ অধিকার চাই আজ!

আমাদের অঙ্গীকার,দাবী আজ সোচ্চার

ছেড়ে দাও পথ মোদের এগুবার!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১১ বিকাল ৩:১২

জারনো বলেছেন: জেরিন আশা,
বাস্তবায়িত হোক আপনার আশা।
এটাই সামুতে আপনার প্রথম পোস্ট।
শুভ ব্লগিং

০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:২২

জেরিন আশা বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:৪৮

পাহাড়ের কান্না বলেছেন: স্বাগতম ব্লগে।

৩| ০৯ ই মার্চ, ২০১১ রাত ১১:৪৮

জেরিন আশা বলেছেন: ধন্যবাদ

৪| ১০ ই মার্চ, ২০১১ ভোর ৬:৫৭

১১স্টার বলেছেন: মেয়েদের আশা স্বপ্ন মেয়েদেরই পূরণ করতে হবে। এজন্য নারী শিক্ষা, নারী সচেতনতা বাড়াতে হবে।

শুভ ব্লগিং।

৫| ১০ ই মার্চ, ২০১১ সকাল ৭:১৩

জেরিন আশা বলেছেন: মেয়েদের আশা মেয়েদের স্বপ্ন মেয়েদের ই পূরন করতে হবে-এটা ঠিক।কিন্তু এটা পূরন করতে ছেলে মেয়ে সবার সাহায্য দরকার। যেমন ছেলেদের স্বপ্ন পুরনে মেয়েদের অনেক বড় হাত আছে,তেমনি মেয়েদের স্বপ্ন পূরনে ছেলেদের ও এগিয়ে আসতে হবে।
ধন্যবাদ।

৬| ১০ ই মার্চ, ২০১১ সকাল ৮:১৯

মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: ব্লগে স্বাগতম।

৭| ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:০৪

জামিল আহমেদ জামি বলেছেন: জেরিন আশা বলেছেন: ...তেমনি মেয়েদের স্বপ্ন পূরনে ছেলেদের ও এগিয়ে আসতে হবে।

সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.