![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তেমন কোন স্বপ্ন নিয়ে আমার এই ব্লগ যাত্রা শুরু নয়, বেশ খানিকটা হুজুগ আর অন্যদের দেখাদেখি শুরু করা। কোন বিশেষ কেউ নয়, আমজনতার একজন ব্লগার হিসাবে নিজেকে দেখতে চাই।
সময়টা ছিল ১৯৯৫ থেকে ১৯৯৮ । মাঝ কৈশোর বা তার শেষ প্রান্তে ছিল বয়সটা। নিউরনের পরতে পরতে সবকিছু নেই সব কিছু। তারপরও মনে পরে আছে সিনেমা হলের সামনে কাপড়ে আকা পোস্টারের কথা। রিক্সা এর পিছনে কাঁচা বা পাকা হাতের আকার প্লেট গুলর ছবি বেশ ভাসে চোখে। সেই সময় হাতেই আকা হত এগুল । মডিফাইড লেদ সেমিকমার্শিয়াল চার রঙের পোস্টারের খুব একটা বেশি প্রচলন ঘটেনি। ফটগ্রাফের মত নিখুঁত মুখশ্রি ছিল না পোস্টারগুলোতে । কিন্তু বয়সের দোষে (বা গুনে) বেশ টানত সেই পোস্টারগুলো। নায়িকার তনুশ্রী (অনেকক্ষেত্রে দেহশ্রি) আকর্ষিত করত বেশ।
সময়ের সাথে পরিবর্তন আছে সবকিছুর। পোস্টারের প্রতি সেই ভাল লাগা আর থাকে না, সেই সাথে যুক্ত হয় দেহ পল্লব (নাকি চর্বির) প্রদর্শনের প্রতিযোগিতা। তনুশ্রী গল্প এখানে শেষ, দেহশ্রি (পড়ুন দেহকুশ্রি) এর গল্প শুরু। আলোচনা আসলে সেখানে যাবেন না,কোন ভাবনা বা কথা নেই এখানে ২০০০ থেকে ২০০৬ শাল পর্যন্ত সিনেমা শিল্পের বিস্তার, প্রসার আর মান নিয়ে। কথা আছে সেই পোস্টার নিয়ে। সেই পোস্টার হতে পারে “কেয়ামত থেকে কেয়ামত” , “আগুনের পরশমনি” , “দুখাই” অথবা “জুম্মান কসাই” এর। প্রযুক্তির মারপ্যাঁচ আর প্রয়োগ বেশি না থাকার কারনে সেই পোস্টারগুলো (আসলে সিনেমা হলের ব্যানার গুলো) আঁকা হতো হাতে।
সেই সময় রিকশার পিছনে ছবিগুল আঁকা হতো হাতে । বাঘ-ভাল্লুক থেকে শুরু করে বিড়াল-পাখি কিছুই বাদ যেত না সেই ছবিগুলোতে। অনেক সময় যে জনপ্রিয় বাংলা সিনেমার ছবিও উঠে আসত। এরপর আসে অন্য এককাল, এখন হাতে আঁকা হ্যান্ডম্যানশিপের স্থান দখল করে নেয় প্রযুক্তি। প্রযুক্তির ব্যবহার নিয়ে কোন তর্ক নেই এখানে , কিন্তু সমস্যাটা শুরু হয় যখন নামকা-ওয়াস্তে কিছু বাতিল প্রিন্টিং প্লেট দিয়ে কাজ চালান হয়। হাতে আঁকা ছবিগুলোকে মেনে নিতে হবে সংস্কৃতির অংশ হিসাবে । হয়ত বা সুশিল সামাজের অনেকেই নাক কুঁচকে ভুরু পাকিয়ে তাকাবে। কিন্তু শত বছর ধরে যা চলে আসছে, অনুশীলিত হচ্ছে সেটা অবশ্যই আমাদের নিজেদের অংশ।
যুগের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আসে, হারিয়ে যায় অনেক কিছু। ঠিক তেমনি ভাবে অনেক কিছুই ফিরে আছে অন্যভাবে। আর তাই সিনেমা ঘর হয়ত ফিরে আসছে কাবাব ঘরে । আজকাল বেশ কিছু ফাস্ট ফুড দোকানের নাম থেকে শুরু করে সাজসজ্জা, অনেক কিছুতেই সেই চেনাজানা বাংলা সিনেমার অনুভূতি । কখনও বা দোকানের নাম সেটা হতে পারে “চাপ সামলাও” বা “চাপ এক্সপ্রেস” , অথবা “কোপা সামসু” ধরনের কোন সাইনবোর্ড । খারাপ কী? কোন ভাবে টিকে থাকছে সেই সিনেমার অনুভূতি
// একই সাথে বিডি নিউজ্২৪ ব্লগে প্রকাশিত
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৭
আশফাক সফল বলেছেন: টিকে থাকা ভাল, কিন্তু তেলেপোকা হয়ে বাঁচা কতটা ভালো ?
২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪
আবু শাকিল বলেছেন: লেখার উপস্থাপন ভাল লেগেছেন।
ভাল লিখেছেন।
০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৮
আশফাক সফল বলেছেন: ধন্যবাদ ।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৫
তানজীব তন্ময় বলেছেন: সুন্দর লেখা । আপনার লেখা পড়ে কিছুক্ষনের জন্য আমার শৈশবের কথা মনে পড়ে গেল । তখন এমন কোন রিক্সা চোখে পড়তো না , যার ব্যাকপ্লেটে এনামেল কালারে ছবি আঁকা নেই । তখন রিক্সা পেইন্টিং এ সিনেমার নায়ক নায়িকাদের ছবিই বেশি আঁকা হত । রাস্তায় বেরুলে আমার খুব প্রিয় কাজ ছিল রিক্সার পেছনে আঁকা ছবি গুলো দেখা । রিক্সা পেইন্টারদের আঁকা ছবি গুলোই হয়তো আমাকে ছবি আঁকার প্রতি অনেকটা আগ্রহী করে তুলেছিল । কিন্তু ইদানিং রিক্সা পেইন্টিং এর প্রচলন কমে গেছে । খুব অল্প রিক্সাতেই ছবি আঁকা দেখা যায় । আমাদের বাংলা সিনেমার দুর্দিনের মত রিক্সা পেইন্টিংএ ও দুর্দিন চলছে ।
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২২
আশফাক সফল বলেছেন: তাই, রিক্সা পাইন্টিং এর যুগ নেই..…… সব ই ডিগিটাল
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৩
কলমের কালি শেষ বলেছেন: হুম...
০৮ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২২
আশফাক সফল বলেছেন:
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৪
অন্ধবিন্দু বলেছেন:
আশফাক,
যাক কোথাও না কোথাও ঘর টিকে আছে জেনে আনন্দিত হলাম।