নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাহাই হোক যাহা আমি চাই

কামলা দিয়া খাই, পোষ্ট লিখার টাইম নাই ।

রাসেল ভাই

যুদ্ধ কে ভালবাসি

রাসেল ভাই › বিস্তারিত পোস্টঃ

২০০৭ থেকে ২০১৩ খালি চোখে দেখা সামু ও হুমকি ধামকি এবং আমার ব্যক্তিগত ভাবনা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

যারা এতদিন কোন পোষ্টে কমেন্ট দিতে পারেন নাই তারা আসেন কমেন্ট দিয়া যান;)



আমি আইলসা মানুষ তারপরও যে ক্যান আমারে লিখতে বাধ্য করা হয় বুঝি না ( লেখালেখি যে কত কষ্টের ওফ!:(()। আপনেরা সুন্দর সুন্দর পোষ্ট দিবেন আমরা পড়মু এটাই তো নিয়ম, না আপনারা নিয়ম মানবেন না খালি ক্যাচাল লাগাইবেন । আরে ভাই আপনার ক্যাচাল লাগাইলে আমরা যামু কই ? আমরা আম রিডারের কথা একটু মাথায় রাখেন । যাউকগা কথা অন্য দিকে যাইতাছে গা লাইনে আহি ২০০৭/৮ থেকে আজকে পর্যন্ত সামুথে আমি ৪/৬ ঘন্টা করে কাটাই নিজের (ঢোল নিজে পিটায় পরে যদি ফাইটা যাই B-))। আমার ব্লগ দেখা শুরু হয় আমার ব্লগ থেকে সেখান থেকে কোন ব্লগাররে লিংক থেকে সামুতে আসা ( সামুতে আসার পর আর কোথাও যাওয়া হয় নাই)। আমুতে কিছুদিন ছিলাম সেখানে অনেক গালাগালি হতো ( কয়েক জন বন্দুরা মিলে আড্ডা দিলে যা হয় আরকি:P)। পরে আরও কিছু ব্লগের সৃষ্টি হয় যে গুলোতে ভিজিট না করলেও মোটামুটি ধারনা করা যায় কি চলতো বা কি চলে । অন্যান্য ব্লগগুলো থেকে সামু ছিলো মোটামুটি ব্যতিক্রম । এখানে কবিতা, গল্প, রম্য, ফান, টেক ও আড্ডা চলত যাতে সবার অংশগ্রহন থাকতো যা অন্যান্য ব্লগ থেকে সামুকে আলাদা করে দেখায় (অন্য ব্লগগুলোতে রাজনীতি ছাড়া এগুলোর চর্চাই ছিলোনা) । যার কারনে অল্প কিছুদিনের মধ্যে সাধারন ব্লগারদের মধ্যে সামু জনপ্রিয় হয়ে উঠে । অস্বিকার করার উপায় নেই সামু থেকে অনেক কিছু শিখেছি ( হয়তো সব ব্লগারের আমার মত ধারনা ) । এখান থেকে অনেক সাহায্য মুলক কার্যক্ক্রম পরিচালিত হয়েছে যা সত্যিই প্রসংসার দাবিদার । কিন্তু ধিরে ধিরে সামুতে গ্রুফিং শুরু হয় । অনেক ভাল ব্লগার সামু ছেড়ে চলে যায় । আর যারা আছে তারা পোষ্ট দেওয়া কমিয়ে দেয় । এখনো অনেক ব্লগার লগইন আছে কিন্তু পোষ্ট ও দেয়না কমেন্ট ও করেনা ( পাছে ভাবে কোন ক্যাটাগরিতে পড়লাম:-* ) ।

আমার মনে হয় অন্য ব্লগ গুলো থেকে সামু এখন আর আলাদা নয় ( যে পরিচয় সামু অনেকগুলো দিন সযন্তে ধরে রেখেছিল /:) এখন ভাবার সময় এসেছে কোয়ালিটি বড় না কোয়ান্টিটি বড় ( যদি ও আমার মনে হয় না কোয়ান্টিটি বাড়ছে আগেও সামুতে ২৫০ জনের কাছাকাছি ব্লগার লগইন থাকত এবং ভিজিটর ৮০০-১০০০)। আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে চাই ।(ধ্যাত আর লিখতে পারমুনা হাত ব্যাথা করে যায় চাঁ খাইয়া(পান করে) আসি ;)







মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

শায়মা বলেছেন: এখানে কবিতা, গল্প, রম্য, ফান, টেক ও আড্ডা চলত যাতে সবার অংশগ্রহন থাকতো যা অন্যান্য ব্লগ থেকে সামুকে আলাদা করে দেখায় (অন্য ব্লগগুলোতে রাজনীতি ছাড়া এগুলোর চর্চাই ছিলোনা) । যার কারনে অল্প কিছুদিনের মধ্যে সাধারন ব্লগারদের মধ্যে সামু জনপ্রিয় হয়ে উঠে । অস্বিকার করার উপায় নেই সামু থেকে অনেক কিছু শিখেছি ( হয়তো সব ব্লগারের আমার মত ধারনা ) । এখান থেকে অনেক সাহায্য মুলক কার্যক্ক্রম পরিচালিত হয়েছে যা সত্যিই প্রসংসার দাবিদার । কিন্তু ধিরে ধিরে সামুতে গ্রুফিং শুরু হয় । অনেক ভাল ব্লগার সামু ছেড়ে চলে যায় । আর যারা আছে তারা পোষ্ট দেওয়া কমিয়ে দেয় । এখনো অনেক ব্লগার লগইন আছে কিন্তু পোষ্ট ও দেয়না কমেন্ট ও করেনা ( পাছে ভাবে কোন ক্যাটাগরিতে পড়লাম )



আমিও অনেক শিখেছি।
আর তোমার কথাগুলো একেবারেই একজন অভিজ্ঞ ব্লগারের চোখে দেখা ভাইয়া।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

রাসেল ভাই বলেছেন: আপু অনেক সাধারন ব্লগার আছে দিনে দুই চার বার হলেও সামুতে ঘুরে যায় ( সামুকে ভালবাসে বালে ) কিন্ত লগইন করে না। আর যারা লগইন আছে তারা কি নিয়ে পোষ্ট দেবে কোন পোষ্টে কমেন্ট করবে খেই হারিয়ে ফেলে ।



অনেক শুভকামনা ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

সরল মানুষ৭ বলেছেন: আমার এই নিকটি কেন ব্যান করা হইছে ?click this link

মডারেটরদেরকে আমি অনুরুধ করবো আমার নিকটি আবার রিবিউ করতে।
আমার মনে হয় মডারেটর ভুলে আমার নিকটা ব্যান করেছে , কারন আমার জানামতে আমি ব্লগের কোন আইন ভংগ করি নাই।
আমি এই ব্লগের একজান নিরিহ ব্লগার

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

রাসেল ভাই বলেছেন: হুম! দুখ:জনক । ( সাধারন ব্লগার হলে )



পরের পোষ্টে নিক ব্যান নিয়ে কিছু লিখবো সাথে থাকেন ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

আমি অপটিমিস্ট বলেছেন:
আমি ও আম রিডার ভাই, বহুত পুরান আমলের থেইকা।

"আমি আইলসা মানুষ, আপনেরা সুন্দর সুন্দর পোষ্ট দিবেন আমরা পড়মু এটাই তো নিয়ম" - আমি ও এই তরিকার পথিক।

তবে সামু এখনো বেটার ব্লগিং প্ল্যাটফরম, (সচল, সোনার বাংলা, আমার ব্লগ এই সমস্ত আবাল ব্লগ এর তুলনায়) এবং বাংলা ব্লগস্ফিয়ারে সামু-র গ্রহন য্যোগতা এখনো বেশী।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

রাসেল ভাই বলেছেন: বুখে আয় বাভুল :)

হুম তবে আগে নির্ধিদায় এখন চ্যালেন্জিং ।

সামু আরো ভালো হতে পারতো বা পারবে ।

৪| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৪৭

সানড্যান্স বলেছেন: ইদানীং রাজনীতির কচলাকচলি এত বাড়ছে, ব্লগে ঢুকতেই ইচ্ছে করেনা!

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

রাসেল ভাই বলেছেন: আরে মিয়া রাজনিতির উপরে কিছু নাই । অন্য কিছু মাথায় থাকলে ঝাইড়া ফেলেন । ব্লগে ঢুকবেন আর রাজনিতি করবেন মজাই মজা ;)

৫| ২৬ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৫৭

নিয়েল ( হিমু ) বলেছেন: চা'র লগে ছিকারেট চলপে ? তাইলে আসেন এক লগে বসেন ;)

২৭ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৩

রাসেল ভাই বলেছেন: বড়সড় কোন বন্ধু আড্ডা না হইলে সিগারেট চলে না । সিগারেটকে ছিকারেট বলাই বহুত পুরান এক বন্দুর কথা মনে পড়ে গেল ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.