নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বাক্য....

জানার ইচ্ছা.........

আসিক ইসলাম

যে কোন বিষয়ে জানার ইচ্ছা.....

আসিক ইসলাম › বিস্তারিত পোস্টঃ

যুগের সেকাল ও একাল......................

২০ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৩

**সেকালের মেয়েরা নিজেদের বিবাহের

কথা শুনিলে পাশের ঘরে গিয়ে লুকাইতো । অনেক সময়

আশে পাশের মামা-চাচার বাড়িতে পলায়ন

করিতো লজ্জায়।



একালের মেয়েরা নিজের পাত্র নিজেই খুঁজে এনে বলে,

“বাবা, আমি মফিজকে ছাড়া বিয়েই করবো না।

পারলে ঠেকাও... ”



**সেকালে ছেলেরা রাস্তা দিয়ে চলার সময়,

সামনে কোন মুরুব্বী (পরিচিত হোক

কিংবা অপরিচিত) হেঁটে যাইতে দেখলে [একইদিকে],

ছেলেরা কাছে গিয়ে অনুমতি চেয়ে বলতো, “চাচা/ দাদু,

কিছু মনে করবেন না। আমার একটু তাড়া আছে ।

আমি কি সামনে এগুবো?? ”। এরপর সসম্মানে পাশ

কেটে চলে যেতো।



একালে পারে তো,

মুরুব্বীরে ধাক্কা দিয়া ফেলে সামনে আগাইয়া চলে।

তাড়া বলে কথা



**সেকালে ঘরে মেহমান আসিয়া সবার আগে বলিতো,

“কাকু-খালাম্মা কেমন আছেন??” ।



আর একালে আসিয়া বলে, “ অ্যান্টি, ঘরে চিকন

পিনের চার্জার আছে না?”



**সেকালে "ট্রু লাভ" বলে আলাদা কিছু ছিল না, সব

ভালবাসাই ছিল ট্রু।



একালে ট্রু লাভের ডামাডোলে মেকি লাভের ছড়াছড়ি।।



** সেকালে বাজি লাগতো একজনের বাড়িতে আরেকজনের

দাওয়াত।



একালে ডিরেক্ট "বউ বাজি ধরে" !!!



**সেকালে ছিল ভাটিয়ারী গান।

একালে ভর করেছে র্যাপ আর সফটওয়্যার গানের

গিরগিটি।।



**সেকালে দুই/চার- দশ গ্রামের মধ্যে কেউ ম্যাট্রিক

পাশ দিলে পুরা দুনিয়া ছুঁইটা আসতো তারে দেখার

জন্যে।



একালে নামের পিছনে A to Z পর্যন্ত সব

ডিগ্রি লাগাইয়া ঘুরলেও, কেউ ফিরেও দেখে না।



**সেকালে “বন্ধু” বলিয়া ডাকা হইতো।



একালে তাহা “মামা” হইয়া গিয়াছে !!



**সেকালে লিখিতে লাগিতো দামি কলম-কাগজ।



একালে কিবোর্ড, অভ্র আর ওয়ার্ড ফাইলই সই



**সেকালে মনের যত কথা, অদ্ভুত চিন্তা ভাবনা নষ্ট

করিতো ডায়েরির পাতা।



একালে সব জায়গা করে নেয় স্ট্যাটাস কিংবা ব্লগে।।



**সেকালের দুর্নীতিবাজ বাটপার,



একালের দুর্নীতিবাজ

দেশপ্রেমিক বলিয়া গণ্য হয়!!!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.