নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চলো আমরা পাখিদের কাছ থেকে ইউক্লিডের নতুন পাঠ নেই জীবনানন্দের পাঠ নেই নিউটনের আপেল গাছটি থেকে।

জসীম অসীম

লেখা হলো কেতকীফুল। ভালোবাসি তাই।

জসীম অসীম › বিস্তারিত পোস্টঃ

আমি কবিতা লিখেছি একদা মেয়েদের জয় করতে

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:০৯



জসীম উদ্দিন অসীম

আমি কবিতা লিখেছি একদা মেয়েদের মন জয় করতে-কী বাংলায় , কী ইংরেজিতে। অথচ আমার মতো কবির জন্ম হওয়ার কোনো দরকার নেই। অনাবশ্যক এক কবি যেন আমি। সুন্দরী মেয়ে দেখলে আমার চোখের পাতা যেন আর পড়ে না। এটা কি ভালো কবির লক্ষণ ? তারপরও কখনো কখনো আমার কিছু কবিতা আমি ছাপার আয়োজন করেছি। পড়ুন আমার আগেকার তেমন কিছু কবিতা :

চাঁদের ‘জ্যোৎস্না’ খসে গেছে

-------------------------

বৈশাখ ১৪০৩

গয়ামবাগিচা

কুমিল্লা

রাশি রাশি আছে আজ প্রমাণ

চিরনিদ্রার চিরস্থায়ী ঘ্রাণ

পেছন থেকে জাপটে ধরছে

চওড়া হয়ে চকমক করছে

অতল শোকের চকিত চোখের চক্রবালে আমার

কামারশালার আগুন নিয়ে আছি এখন

আমি দুঃখী কামার

সেই

চাঞ্চল্যময় সোনার পাখির চঞ্চুর চন্দ্রাতপ

চতুঃসীমায় নেই

রূপালি সেই নয়ন

সোনার পাখির চরণপদ্মের চমৎকার সেই চয়ন

চলচ্চিত্র হয় না এখন আর

কামারশালার আগুন নিয়ে বেঁচে আছি

আমি দুঃখী কামার

জ্যোৎস্নার চাঁদ চাঁদের জ্যোৎস্না খসে গেছে

এ জীবনের গভীর আকাশ থেকে

কামারশালার এবং চিতার আগুন

কেবল জীবন সেঁকে

চর্তুদিকে দৈত্যদানব কেবল ভাঙ্গা সিঁড়ি

বুকের ভিতর গভীর কষ্ট দারুন পীড়াপীড়ি

আর

শূন্যতার ঐ লাল চাবুকের প্রহার

ব্যাধির ব্র্যাঘ্র সুরে

চিতায় চিতায় স্বপ্নের সেই চাষকর্ম পুড়ে

জীবন নেই তাই সুখে

চিমনীর চরম দৈত্য শিখা

স্থায়ী আবাস গড়েছে এ বুকে

যন্ত্রণার এ চৌচির দিনে

চাঁদের জ্যোৎস্না জ্যোৎস্নার চাঁদ

হয়েছে নিহত

শুধু এক বুনোপাখি নেই তাই

সেই পাখিটি সঙ্গে থাকলে

রূপকথার সেই রাজপুত্তুর হয়ে বাঁচা যেত।

রাশি রাশি আছে তার প্রমাণ

চতুর্দিকে জ্বলছে কামারশালা সেই বুনোপাখির তরে

কোথায় পরিত্রাণ?





ভালোবাসি কোঁচবক

-------------------------

ভালোবাসি কোঁচবক

শিকারী শঙ্খচিল

আর বালিহাঁস

এক বিল ধানক্ষেত

দিনভর করতে চাই

ডাহুকের চাষ



যমুনার ভরা বুকে

পাল করে দিতে চাই

তার লাল শাড়ি

দুরন্ত মাঝি আমি

কালিগঙ্গার মাঝবুকে

পেতে চাই বাড়ি



মেঠোপথ ধানক্ষেত পার হয়ে

কাউকে দেখাতে চাই প্রজাপতির লালরঙা সাপ

লাল লাল মেয়ের নীল লালসায়

নেই কোনো পাপ



ভালোবাসি কোঁচবক

শিকারী শঙ্খচিল

দিনভর ধানভরা

দুই তিন বিল

তার চেয়েও বেশি করে ভালোবাসি

প্রিয় মাছরাঙার গালের

বর্ণিল তিল।

আজও দেখি পুড়ছে শহর ট্রয়

-------------------------

আজও দেখি পুড়ছে শহর ট্রয়

ওসামা বিন লাদেন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার

হুমকি হতে পারে

কিন্তু আমার নয়

তাই

আজও দেখি পুড়ছে শহর ট্রয়



আমার প্রধান হুমকি হলে তুমি

তোমার জন্য কাঁপে আমার ভূমি

তুমি আমার অমাবশ্যা

অন্ধকার ঘুটঘুট্টি

আমার ছেলেবেলায় দেখা

দমকা নারী চুট্টি

হয়তো তুমি ওসামা বিল লাদেন

আমি আমেরিকা

তুমি নেভাও বার বার বার আমার

পঞ্চপ্রদীপ শিখা

একদিকে যুক্তরাষ্ট্র

অন্যদিকে ফিদেলক্যাস্ট্রো

আমি মাঝখানে

শেষে দেখি কেউ মারে না

তুমিই মারো প্রাণে

জঙ্গি বিমান তুমিই উড়াও

তোমার হাতেই গড়া সকল মিশন

রামচন্দ্র আর রাবন রাজার মাঝে

তুমিই বিভীষণ

আজও দেখি পুড়ছে শহর ট্রয়

ওসামা বিন লাদেন

যুক্তরাষ্ট্রের নিরাপত্তার

হুমকি হতে পারে

কিন্তু আমার নয়

আমার প্রধান হুমকি হলে তুমি

তোমার জন্যই কাঁপে আমার ভূমি।

চাঁদের আলোয় একলা জেগে থাকি

------------------------------

হায়

সবাই যখন ঘুমায় বিছানায়

তখন আমি চাঁদের আলোয় একলা জেগে থাকি

আমি এখন মানুষ নই আর একা ডাহুক পাখি

বুকের ভিতর জ্বলে অস্থির জ্বালা

কালশিটের কলঙ্ক পড়ে অবিরাম দু’চোখে

গলায় চিতার মালা

দু’গাল বেয়ে গড়িয়ে যায় অশ্র“ ফোঁটা ফোঁটা

ফুল খসে যায় বাগান থেকে খসে ফুলের বোঁটা

কুঁকড়ে আর মুচড়ে যায় এ হৃদয়টা আমার

তবু একা রাত দুপুরে চাঁদ দেখে যাই আমি

এ বুকে নেই পুস্প সবুজ , বুকটা পোড়া তামার

কামারশালার আগুন বুকে বেঁচে থাকি আমি দুঃখী কামার

সেইতো মস্ত ভয়

মাটির চন্দ্র হারালে ঐ আকাশের চাঁদ

বড়ই আপন হয়

আত্মীয় হয় আকাশযাত্রী পাখি

মাটিতে ঘর হলো না তাই

সারাটা দিন সারাটারাত

আকাশ নিয়ে থাকি

ভুলের পরে ভুল করে যাই

জীবনটা হয় ফাঁকি

সহজে কি চাঁদের আলোয় একলা জেগে থাকি?

আকাশ আকাশ করে আমি

আজকে আকাশবাসী

আকাশবাসী সর্বনাশা কিংবা সর্বনাশী।







মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.